Tribeni Pilgrimage: ত্রিবেণী তীর্থপথে মাঘী পূর্ণিমায় কুম্ভমেলা ও অমৃতস্নান! পুণ্যার্থীরা জানুন বিশদে
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Reported by:Rahi Haldar
Last Updated:
Tribeni Pilgrimage: প্রয়াগরাজে যেমন গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গম আছে তেমনই ত্রিবেণীতেও তিন নদীর সঙ্গম। ত্রিবেনীকে অনেক আবার দক্ষিণ প্রয়াগও বলা হয়।
রাহী হালদার, হুগলি: শুধুমাত্র প্রয়াগরাজেই নয়, আমাদের বাংলাতেও রয়েছে একটি কুম্ভ। বাঁশবেড়িয়ার ত্রিবেণী সঙ্গমে সেই অণু কুম্ভমেলা হতে চলেছে আগামী ১১ তারিখ থেকে। প্রয়াগরাজে যেমন গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গম আছে তেমনই ত্রিবেণীতেও তিন নদীর সঙ্গম। ত্রিবেনীকে অনেক আবার দক্ষিণ প্রয়াগও বলা হয়। সেই সঙ্গমস্থলে ৭০০ বছর আগে কুম্ভ হত বলে দাবি মেলা কমিটির। সেই সময় থেকেই কুম্ভ থেকে ফেরার সমস্ত সাধু সন্তরা মাঘ সংক্রান্তিতে বিশ্রাম নিতেন এই ত্রিবেণী সঙ্গমে। সেই থেকেই ত্রিবেণী হয়ে উঠত কুম্ভমেলার ছোট সংস্করণ।
ইতিহাস বলছে, কানাডিয়ান লেখক এলান মরিনিসের একটি বই থেকে ত্রিবেণী কুম্ভের কথা জানা যায়। এছাড়াও বিভিন্ন পুরাণে ত্রিবেণীর নাম পাওয়া গিয়েছে। ত্রিবেণী ধাম সংলগ্ন সাতটি গ্রামও তীর্থভূমি। যেগুলি হল, বাসুদেবপুর, বাঁশবেড়িয়া, নিত্যানন্দপুর, কৃষ্ণপুর, দেবানন্দপুর, শিবপুর ও বলদঘাটিতে তাদের আশ্রম তৈরি করেছিলেন। তাই এর নাম হয় সপ্তগ্রাম। সেই সপ্তগ্রাম বাণিজ্য বন্দর থাকাকালীন এই স্থানের জনপ্রিয়তা বাড়ে। যদিও পরবর্তী কালে বিদেশি আক্রমণে এর মাহাত্ম্য কমে যায়। কিন্তু মাঘ সংক্রান্তিতে বহু মানুষ ত্রিবেণীতে স্নান করেন। মেলা কমিটির চিফ পেট্রন কাঞ্চন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ত্রিবেণীতে একদিনের কুম্ভ মহোৎসব হবে।তবে আগামী দিনে বড় আকারে কুম্ভের আয়োজন হবে।’’
advertisement
বরাহনগর আমলবাজার মঠের স্বামী সারদাত্মা নন্দ বলেন, ত্রিবেণী প্রাচীন তীর্থক্ষেত্র। পরাধীনতার গ্লানিতে তার স্বকীয়তা হারিয়েছিলাম আমরা।সেটা পুনরুদ্ধার এবং পুনর্জাগরণ করার জন্য গত তিন বছরের মতো এ বছরও কুম্ভমেলার আয়োজন করা হয়েছে। ১১-১৩ ফেব্রুয়ারি হবে সেই মেলা।সাধুসন্তরা আসবেন।বহু মানুষের উপস্থিতি হবে।আমরা চাইছি এই মেলাকে হেরিটেজ রূপ দিতে।
advertisement
প্রয়াগরাজে যে দুর্ঘটনা ঘটেছে সেটা যাতে না হয় তার জন্য প্রশাসন সব রকম ব্যবস্থা করবে আশা করি।
advertisement
আগামী ১১ ফেব্রুয়ারি দ্বিতীয়ার্ধে মেলায় ভিড় জমাবে সাধু সন্তরা। নাগা সাধুর পাশাপাশি দেশ বিদেশের সাধুরা উপস্থিত থাকবেন। হোমকুণ্ডে যজ্ঞ এবং ধর্ম সম্মেলন হবে। পরদিন নগর কীর্তনের পর হবে অমৃতস্নান। ভান্ডারা দেওয়া হবে সাধুসন্তদের। হবে ধর্ম আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান। ১০ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু।সেই সময় কুম্ভ মেলা হওয়ায় পরীক্ষার্থীদের যাতে অসুবিধা না হয় তার জন্য মেলার চারপাশে কয়েক কিলোমিটারের মধ্যে পাঁচটি স্কুলে পরীক্ষার কেন্দ্র করা হচ্ছে না।
advertisement
আরও পড়ুন : ফেম গুরুকুল বিজয়ী হয়েও হারিয়ে যান! পরিচিত হন ‘অরিজিৎ সিংয়ের প্রথম স্ত্রী’ বলে! বিস্মৃতির কুয়াশা সরিয়ে ফিরছেন বাঙালি গায়িকা
গত বছর মেলার অনুমতি নিয়ে টালবাহানা হয়েছিল মাধ্যমিক পরীক্ষা থাকায়।এবার প্রশাসনও আগে থেকেই তৎপর। বুধবারই জেলাশাসক দফতরে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়।সেখানে মন্ত্রী, বিধায়ক, পুলিশ সুপার থেকে জেলা প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন। মন্ত্রী বেচারাম মান্না জানান, ‘‘প্রয়াগের অভিজ্ঞতা থেকে ত্রিবেণী কুম্ভের জন্য সতর্কতা নেওয়া হচ্ছে।পুণ্যার্থীরা যাতে নিরাপদে যাতায়াত করতে পারেন তার দিকে নজর দেওয়া হবে।’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 06, 2025 4:40 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tribeni Pilgrimage: ত্রিবেণী তীর্থপথে মাঘী পূর্ণিমায় কুম্ভমেলা ও অমৃতস্নান! পুণ্যার্থীরা জানুন বিশদে
