ভারতীয় ১০,০০০ টাকার মূল্য এই 'দেশে' কত হবে জানেন...? চমকে উঠবেন শুনলেই!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Currency: মুদ্রা বা কারেন্সি হল এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস যা কোনও দেশের অর্থনীতি ও সামাজিক, আন্তর্জাতিক গুরুত্বের সূচক হিসেবে কাজ করে। যদিও মুদ্রার বিনিময় মূল্য প্রতিনিয়ত বদলাতে থাকে তবে এই মুদ্রাই বলে দেয় কোন দেশ চাকরি, বেড়ানো বা পড়াশোনার জন্য কেন বেশি জনপ্রিয়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
একাধিক বিনিময় হার এবং প্রতিদিনের বিভ্রান্তি :আরও একটি কারণ হল, ইরানে বহুস্তরীয় বিনিময় হার ব্যবস্থা পরিচালিত হয়। একটি সরকারি হার এবং অনেক দুর্বল মুক্ত বাজার হার রয়েছে ইরানে, যা বেশিরভাগ নাগরিক ব্যবহার করেন। এই হারের মধ্যে পার্থক্য প্রায়শই বিভ্রান্তি, জল্পনা এবং মার্কিন ডলারের মতো বিদেশী মুদ্রার ব্যবহারের দিকে পরিচালিত করে সে দেশের মানুষকে।
advertisement
advertisement
ভ্রমণকারীদের কী জানা উচিত?আসলে, ভারতীয় রুপির সঙ্গে ইরানি রিয়ালের সরাসরি বিনিময় করা বেশ কঠিন। কারণ আন্তর্জাতিকভাবে রিয়াল ব্যাপকভাবে লেনদেন হয় না। বেশিরভাগ ভ্রমণকারী তাঁদের সঙ্গে মার্কিন ডলার বা ইউরো বহন করেন এবং ইরানে স্থানীয়ভাবে বিনিময় করেন সেই মুদ্রা। নিষেধাজ্ঞার কারণে, ইরানে কোনওরকম ডিজিটাল পেমেন্ট, আন্তর্জাতিক ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড সমর্থিত নয়।








