Amit Shah Shamik Bhattacharya Meeting: কলকাতা থেকে ফিরেই শমীককে দিল্লিতে তলব শাহের, কী কী বিষয়ে আলোচনা? উঠল দিলীপ প্রসঙ্গও
- Reported by:Maitreyee Bhattacharjee
- news18 bangla
- Published by:Debamoy Ghosh
Last Updated:
শুক্রবার দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে দিল্লিতে তলব করেছিলেন অমিত শাহ৷
মাত্র দু দিন আগেই রাজ্য সফর সেরে ফিরেছেন৷ শুক্রবার ফের দিল্লিতে ডেকে পাঠিয়ে আগামী বিধানসভা নির্বাচন নিয়ে দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ সূত্রের খবর, এ দিনের বৈঠকে আগামী নির্বাচনে দলের রণকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে দু জনের৷ মতুয়াদের সমর্থন থেকে শুরু করে রাজ্যের সংখ্যালঘু প্রভাবিত কেন্দ্রে দলের সংগঠনের হাল নিয়েও শমীকের থেকে রিপোর্ট নিয়েছেন শাহ৷ এমন কি বৈঠকে দিলীপ ঘোষের প্রসঙ্গও উঠেছে বলে সূত্রের খবর৷
গত সোমবার রাজ্য সফরে এসেছিলেন অমিত শাহ৷ বুধবার দিল্লি ফেরেন তিনি৷ তার আগে কলকাতায় দলের সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন তিনি৷ সায়েন্স সিটিতে কলকাতা এবং সংলগ্ন চারটি সাংগঠনিক জেলার নেতাকর্মীদের নিয়েও সভায় বক্তব্য রাখেন শাহ৷ শহর ছাড়ার আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বর্তমান রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং দুই প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষকে নিয়েও আলাদা বৈঠক করেন অমিত শাহ৷
advertisement
তার পরেও শুক্রবার দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে দিল্লিতে তলব করেছিলেন অমিত শাহ৷ সূত্রের খবর, রাজ্যে সংখ্যালঘু প্রভাবিত যে চল্লিশ বিধানসভা রয়েছে, সেখানে বিজেপি-র সাংগঠনিক শক্তি নিয়ে খোঁজখবর নেন শাহ৷ কিন্তু ওই বিধানসভাগুলিতে যে বিজেপি-র কার্যত দাঁত ফোটানোর ক্ষমতা নেই, বৈঠকে তা একরকম স্বীকার করেন নেওয়া হয়৷
advertisement
এর পাশাপাশি রাজ্যের বাকি যে কেন্দ্রগুলিতে তৃণমূলের তুলনায় বিজেপি সাংগঠনিক ভাবে দুর্বল, সেখানে ভোট কাটার কৌশল হিসেবে কীভাবে অন্য দলগুলিকে ব্যবহার করা যায়, তা নিয়েও বৈঠকে কথা হয়েছে বলে সূত্রের খবর৷ বৈঠকে মতুয়া সম্প্রদায় প্রভাবিত বিধানসভাগুলির রাজনৈতিক পরিস্থিতি এবং এসআইআর নিয়েও কথা হয় শাহ-শমীকের৷
advertisement
তবে এ দিনের বৈঠকেও প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রসঙ্গ আলোচনায় উঠেছে বলে খবর৷ কলকাতায় তিনি নির্দেশ দিয়ে যাওয়ার পরেও দিলীপ ঘোষ রাজনৈতিক বিষয় নিয়ে বিতর্কিত মন্তব্য করে দলকে অস্বস্তিতে ফেলছেন বলে শাহ শমীকের কাছে উষ্মা প্রকাশ করেন বলে খবর৷ এমন কি, দিলীপকে সক্রিয় করানোর জন্য তিনিই যে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তদ্বির করেছিলেন, শমীককে সেকথাও মনে করিয়ে দেন শাহ৷
advertisement
বিজেপি রাজ্য সভাপতির দাবি, কলকাতায় ব্যস্ত সূচির মধ্যে তাঁর সঙ্গে আলাদা করে বৈঠক করতে পারেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ সেই জন্যই তাঁকে শুক্রবার দিল্লিতে তলব করা হয়৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 02, 2026 10:56 PM IST









