Hooghly Nursery Plants: কুম্ভমেলার শোভা বাড়াচ্ছে বাংলার গাছ! ১৫০ কোটি টাকার গাছ গিয়েছে বলাগড়ের নার্সারি থেকে
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Hooghly Nursery Plants: এতে যেমন একদিকে মহাকুম্ভের শোভা বৃদ্ধি করেছে বাংলার গাছ, তেমনি নার্সারি শিল্পকে আরও এগিয়ে নিয়ে এসেছে এই লগ্নির ফলে
রাহী হালদার, হুগলি: উত্তরপ্রদেশের কুম্ভমেলার শোভা বৃদ্ধি করছে বাংলার বাহারি গাছ। হুগলির বলাগড়ের খামারগাছির নার্সারি থেকে কয়েক কোটি টাকার গাছ গিয়ে পৌঁছেছে প্রয়াগরাজে। বাহারি ফুল গাছ থেকে বিভিন্ন ডেকোরেশনের জন্য যে গাছ প্রয়োজন, তা সবটাই যোগান দিয়েছে হুগলির খামারগাছি নার্সারি। এতে যেমন একদিকে মহাকুম্ভের শোভা বৃদ্ধি করেছে বাংলার গাছ, তেমনি নার্সারি শিল্পকে আরও এগিয়ে নিয়ে এসেছে এই লগ্নির ফলে।
হুগলির বলাগড় ব্লকের বলগড়, জিরাট, খামারগাছিতে প্রায় দুই হাজার নার্সারি আছে। নার্সারি অ্যাসোসিয়েশান থেকে কোটি কোটি টাকার গাছ প্রয়াগরাজে পাঠানো হয়েছে বলে জানান, নার্সারি অ্যাসোসিয়েশনের সভাপতি নবকুমার দাস। তিনি বলেন, ” বলাগড়ের দুই হাজার নথিভুক্ত নার্সারি আছে যারা আমাদের অ্যাসোসিয়েশনের সঙ্গে আছে। প্রায় দশ হাজার লোকের কর্মসংস্থান হয়েছে এখানে। এখন এই নার্সারি বড় শিল্প হয়েছে হুগলিতে।” সব নার্সারি থেকে কমবেশি গাছ পাঠানো হয়েছে প্রয়াগরাজে। রাজ্যের অন্যান্য জায়গা থেকেও গিয়েছে। মহারাষ্ট্রের পুনে থেকে অনেক গাছ পাঠানো হয়। গোটা দেশে নার্সারি মালিকদের অ্যাসোসিয়েশন আছে। তাদের মাধ্যমে বরাত আসে। মূলত ফুটন্ত ফুলের গাছ পাঠানো হয়েছে।
advertisement
আরও পড়ুন : ১ গ্লাস জলে ফোটান রান্নাঘরের ৪ মশলা! দিনের বিশেষ সময়ে এভাবে খেলেই গলগলিয়ে কমবে মেদ! ঝপঝপিয়ে ঝরবে ওজন
গৌতম দেবনাথ নামে এক নার্সারি মালিক বলেন, ‘‘পাঁচশো কোটি টাকার একটা টেন্ডার পাশ হয়। আমাদের বলাগড় থেকে প্রায় দেড়শ কোটি টাকার গাছ গেছে। আমি নিজে দশ লক্ষ টাকার গাছ পাঠিয়েছি। কুম্ভমেলায় গাছ দিয়ে ভালোই লাভ হয়েছে।”
advertisement
advertisement
নার্সারি মালিক রমেন্দ্র মহন্ত বলেন, “গোটা ভারতবর্ষে বলাগড়ের গাছ যায়। নেপাল ভূটান বাংলাদেশেও যায়। প্রয়াগরাজে কুম্ভমেলাতেও গিয়েছে। মূলত সেখানে ডেকরেশান করে দিতে হবে এই চুক্তিতে ফল ফুলের গাছ পাঠানো হয়েছে।’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 05, 2025 5:58 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly Nursery Plants: কুম্ভমেলার শোভা বাড়াচ্ছে বাংলার গাছ! ১৫০ কোটি টাকার গাছ গিয়েছে বলাগড়ের নার্সারি থেকে