Bakreshwar Trip In New Year: ২০২৪কে ছাপিয়ে গেল ২০২৫, এই নিউইয়ারে বক্রেশ্বর পুণ্যার্থীদের পছন্দের উইকএন্ড ডেস্টিনেশন

Last Updated:

Bakreshwar Trip In New Year: নতুন বছরের শুরুতেই বক্রেশ্বরে ভক্তদের ঢল, ছাপিয়ে গেল ২০২৫-এর ভিড়, তারাপীঠের পাশাপাশি বক্রেশ্বরেও নববর্ষে মিলনমেলা, উষ্ণ প্রস্রবণে পুণ্যস্নানে ব্যস্ত হাজারো ভক্ত

+
বক্রেশ্বরে

বক্রেশ্বরে ভক্তদের ঢল

বীরভূম: নতুন বছরের শুরুতেই তারাপীঠের পাশাপাশি বীরভূমের আর এক অন্যতম তীর্থ ও পর্যটন কেন্দ্র বক্রেশ্বরেও দর্শনার্থীদের ঢল নামল। ইংরেজি নববর্ষের প্রথম ও দ্বিতীয় দিনে হাজার হাজার পুণ্যার্থী ও পর্যটকের সমাগমে কার্যত মিলনমেলার চেহারা নেয় বক্রেশ্বর মন্দির ও পর্যটন কেন্দ্র।
ইংরেজি নববর্ষের দ্বিতীয় দিনেও পরিবারের মঙ্গল কামনায় এবং বর্ষবরণের আনন্দ উপভোগ করতে জেলার বিভিন্ন তীর্থস্থান ও পর্যটন কেন্দ্রে ভিড় জমিয়েছেন মানুষ। তারই অঙ্গ হিসেবে ভোর থেকেই বক্রেশ্বর সতীপীঠ ও পর্যটন কেন্দ্রে ভক্তদের দীর্ঘ লাইন চোখে পড়ে। ২০২৬ সালের শুরুতেই যে ভিড় দেখা গিয়েছে, তা আগের বছর অর্থাৎ ২০২৫ সালের তুলনায় অনেকটাই বেশি বলে দাবি স্থানীয়দের।
advertisement
advertisement
বক্রেশ্বর সেবাইত উন্নয়ন সমিতির সদস্য দেবনাথ মুখোপাধ্যায় জানান, ‘‘ভোর থেকেই একটানা তীর্থযাত্রী ও পর্যটকদের ভিড় বাড়ছে। সময় যত গড়াচ্ছে, ভিড় ততই নজরে পড়ার মতো হচ্ছে। পুণ্যার্থীরা গরম জলে স্নান করছেন, উষ্ণ প্রস্রবণ দেখছেন, পরিবার নিয়ে পিকনিক করছেন এবং বক্রেশ্বর বাবা, মা সতী ও ভৈরবের কাছে পুজো দিচ্ছেন। সামগ্রিকভাবে আজ বক্রেশ্বরে এক অভূতপূর্ব ভক্তসমাগম দেখা যাচ্ছে।’’
advertisement
পর্যটকদের মধ্যেও উৎসাহের কমতি নেই। কলকাতা থেকে আসা এক পর্যটক রুপা পুরকাইত বলেন, এই প্রথম বক্রেশ্বর ঘুরতে এসেছেন তিনি। তাঁর কথায়, “আগে মামা-ভাগ্নে পাহাড় ঘুরেছি। এবার বক্রেশ্বর এলাম। গরম জলের প্রস্রবণ দেখছি, তারপর মন্দিরে পুজো দেব। এখান থেকে তারাপীঠ যাওয়ার পরিকল্পনাও আছে।”
নতুন বছরের শুরুতে এমন ভিড় বক্রেশ্বর পর্যটন কেন্দ্রকে আরও একবার জেলার অন্যতম জনপ্রিয় তীর্থ ও ভ্রমণস্থল হিসেবে তুলে ধরল বলে মনে করছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।
advertisement
Sudipto Gorai
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bakreshwar Trip In New Year: ২০২৪কে ছাপিয়ে গেল ২০২৫, এই নিউইয়ারে বক্রেশ্বর পুণ্যার্থীদের পছন্দের উইকএন্ড ডেস্টিনেশন
Next Article
advertisement
Naushad Siddiqui Replies to Abhishek Banerjee: '৩১-এ ৩১ দিবাস্বপ্ন', ভাঙড় নিয়ে অভিষেককে জবাব দিলেন নওশাদ! দক্ষিণ চব্বিশ পরগণা নিয়েও তৃণমূলকে হুঁশিয়ারি
'৩১-এ ৩১ দিবাস্বপ্ন', ভাঙড় নিয়ে অভিষেককে জবাব নওশাদের!দক্ষিণ ২৪ পরগণা নিয়েও হুঁশিয়ারি
  • ভাঙড়ে জিততে মরিয়া অভিষেক৷

  • দক্ষিণ চব্বিশ পরগণায় ৩১-এ ৩১ করার টার্গেট৷

  • তৃণমূল শীর্ষ নেতাকে জবাব দিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি৷

VIEW MORE
advertisement
advertisement