Ruprekha Banerjee: ফেম গুরুকুল বিজয়ী হয়েও হারিয়ে যান! পরিচিত হন ‘অরিজিৎ সিংয়ের প্রথম স্ত্রী’ বলে! বিস্মৃতির কুয়াশা সরিয়ে ফিরছেন বাঙালি গায়িকা

Last Updated:

First wife of Arijit Singh:তাঁর পোস্টে শ্রোতাদের মনের উপর থেকে যেন উঠে গেল স্মৃতির পর্দা৷ ২০ বছর আগে তুমুল জনপ্রিয় হয়েছিল রিয়্যালিটি শো ‘ফেম গুরুকুল’৷ সেই শো-এ তিন জন ফাইনালিস্ট ছিলেন

রূপরেখা বন্দ্যোপাধ্যায়
রূপরেখা বন্দ্যোপাধ্যায়
কলকাতা: তাঁর উত্থান রকেটের মতোই৷ কিন্তু আচমকাই প্রচারের আলো থেকে হারিয়ে যান রূপরেখা বন্দ্যোপাধ্যায়৷ বঙ্গললনার সুরেলা কণ্ঠ আজও অনুরণিত হয় শ্রোতাদের মনের মধ্যে৷ তাঁদের অনেকেই ২০০৫ সালের ‘ফেম গুরুকুল’ চ্যাম্পিয়ন রূপরেখা কোথায়, জানতে চান৷ তাঁদের জন্য সুখবর৷ আবার আসছে রূপরেখার গান৷ সোশ্যাল মিডিয়ায় সে খবর জানালেন গীতিকার তথা সুরকার সমিধ মুখোপাধ্যায়৷
ফেসবুকে রূপরেখার সঙ্গে তাঁর নিজের একটা ছবি পোস্ট করেছেন সমিধ৷ লিখেছেন ‘রূপরেখা ব্যানার্জি বলে কাউকে মনে আছে? ২০০৫ ফেম গুরুকুল বিজয়ী! জাভেদ আখতারজীর প্রিয় প্রতিযোগী৷’ তাঁর পোস্টে শ্রোতাদের মনের উপর থেকে যেন উঠে গেল স্মৃতির পর্দা৷ ২০ বছর আগে তুমুল জনপ্রিয় হয়েছিল রিয়্যালিটি শো ‘ফেম গুরুকুল’৷ সেই শো-এ তিন জন ফাইনালিস্ট ছিলেন রূপরেখা, রেক্স ডি’সুজা এবং কাজী তৌকির৷ চূড়ান্ত পর্বের পর যুগ্ম বিজয়ী ঘোষিত হন রূপরেখা এবং তৌকির৷
advertisement
প্রসঙ্গত এই রিয়্যালিটি শো-এর এক প্রতিযোগী ছিলেন অরিজিৎ সিং-ও৷ চ্যাম্পিয়ন হতে না পারলেও সেই শো-এর প্রতিযোগীদের ছাপিয়ে সাফল্যের নিরিখে সবথেকে এগিয়ে এখন তিনিই৷ বিনোদন জগতে তীব্র গুঞ্জন ছিল যে রূপরেখা আসলে অরিজিতের প্রথম স্ত্রী৷ এই রিয়্যালিটি শো-এর পরই নাকি তাঁরা বিয়ে করেছিলেন৷ যদিও তাঁদের দাম্পত্য দীর্ঘস্থায়ী হয়নি৷ ডিভোর্সের পর ছোটবেলার বান্ধবীকে বিয়ে করেন অরিজিৎ৷ কিন্তু রূপরেখা যে কোনও মতেই অরিজিতের প্রাক্তন স্ত্রী নন, এটা শুধুই রটনা-সে কথার স্পষ্ট ইঙ্গিত দিয়েছে সমিধ৷
advertisement
advertisement
আরও পড়ুন : বিমানকর্মীর সঙ্গে ঝগড়া! ঋতুস্রাবে ব্যবহৃত নোংরা ন্যাপকিন গ্রাউন্ড স্টাফের গায়ে ছুড়ে মারলেন মহিলা যাত্রী
রূপরেখাকে নিয়ে তাঁর দীর্ঘ পোস্টে সমিধ লিখেছেন, ‘তারপর নাকি হঠাৎ করে শোনা গেল অরিজিৎ সিং-এর প্রথম স্ত্রী৷’ এর পর একটা হাসির ইমোজি দিয়েছেন৷ অর্থাৎ এটা যে গুজব, সেটা বুঝিয়ে দিয়েছেন৷ রূপরেখা যে বিবাহিত এবং স্বামীর সঙ্গে সুখী দাম্পত্যে তাঁর একটি মেয়েও আছে-সেটাও লিখেছেন সমিধ৷
advertisement
তাঁর কথায়, রূপরেখা খুব সুন্দর গান করেন এবং সঙ্গীতচর্চা ছাড়া অন্য কিছু করতে পারেন না৷ তাই বিস্মৃত হয়ে গিয়েছেন৷ সেই বিস্মৃতির আড়াল থেকে ফিরছেন রূপরেখা৷ সমিধের কম্পোজ করা একটা মিষ্টি রোম্যান্টিক গান গেয়েছেন তিনি৷ সমিধের কথায় খুবই সু্ন্দর গেয়েছেন রূপরেখা৷ আজকাল রূপরেখার মতো প্রতিভা খুব একটা চোখে পড়ে না বলেই অভিমত সমিধের৷
advertisement
প্রসঙ্গত ফেম গুরুকুলের পর সঙ্গীতচর্চা চালিয়ে গিয়েছিলেন রূপরেখা৷ বাংলা ছাড়াও গান গেয়েছেন হিন্দি, ভোজপুরি এবং গুজরাতি ভাষায়৷ কিন্তু প্রতিভা অনুযায়ী যোগ্য উচ্চতায় পৌঁছননি বলেই অভিমত শ্রোতাদের৷ বরং ভুল পরিচিতি পেয়েছেন ‘অরিজিৎ সিংয়ের প্রথম স্ত্রী’ হিসেবে৷ সেটা যে রটনা সে কথা বছর দু’য়েক আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন ফেম গুরুকুলে রূপরেখার যুগ্ম বিজয়ী কাজী তৌকিরও৷ অবশেষে গুজবের কুয়াশা সরিয়ে দীর্ঘ বিচ্ছেদের পর আবার গানের ডালি নিয়ে ফিরছেন রূপরেখা৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ruprekha Banerjee: ফেম গুরুকুল বিজয়ী হয়েও হারিয়ে যান! পরিচিত হন ‘অরিজিৎ সিংয়ের প্রথম স্ত্রী’ বলে! বিস্মৃতির কুয়াশা সরিয়ে ফিরছেন বাঙালি গায়িকা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement