Ruprekha Banerjee: ফেম গুরুকুল বিজয়ী হয়েও হারিয়ে যান! পরিচিত হন ‘অরিজিৎ সিংয়ের প্রথম স্ত্রী’ বলে! বিস্মৃতির কুয়াশা সরিয়ে ফিরছেন বাঙালি গায়িকা
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
First wife of Arijit Singh:তাঁর পোস্টে শ্রোতাদের মনের উপর থেকে যেন উঠে গেল স্মৃতির পর্দা৷ ২০ বছর আগে তুমুল জনপ্রিয় হয়েছিল রিয়্যালিটি শো ‘ফেম গুরুকুল’৷ সেই শো-এ তিন জন ফাইনালিস্ট ছিলেন
কলকাতা: তাঁর উত্থান রকেটের মতোই৷ কিন্তু আচমকাই প্রচারের আলো থেকে হারিয়ে যান রূপরেখা বন্দ্যোপাধ্যায়৷ বঙ্গললনার সুরেলা কণ্ঠ আজও অনুরণিত হয় শ্রোতাদের মনের মধ্যে৷ তাঁদের অনেকেই ২০০৫ সালের ‘ফেম গুরুকুল’ চ্যাম্পিয়ন রূপরেখা কোথায়, জানতে চান৷ তাঁদের জন্য সুখবর৷ আবার আসছে রূপরেখার গান৷ সোশ্যাল মিডিয়ায় সে খবর জানালেন গীতিকার তথা সুরকার সমিধ মুখোপাধ্যায়৷
ফেসবুকে রূপরেখার সঙ্গে তাঁর নিজের একটা ছবি পোস্ট করেছেন সমিধ৷ লিখেছেন ‘রূপরেখা ব্যানার্জি বলে কাউকে মনে আছে? ২০০৫ ফেম গুরুকুল বিজয়ী! জাভেদ আখতারজীর প্রিয় প্রতিযোগী৷’ তাঁর পোস্টে শ্রোতাদের মনের উপর থেকে যেন উঠে গেল স্মৃতির পর্দা৷ ২০ বছর আগে তুমুল জনপ্রিয় হয়েছিল রিয়্যালিটি শো ‘ফেম গুরুকুল’৷ সেই শো-এ তিন জন ফাইনালিস্ট ছিলেন রূপরেখা, রেক্স ডি’সুজা এবং কাজী তৌকির৷ চূড়ান্ত পর্বের পর যুগ্ম বিজয়ী ঘোষিত হন রূপরেখা এবং তৌকির৷
advertisement
প্রসঙ্গত এই রিয়্যালিটি শো-এর এক প্রতিযোগী ছিলেন অরিজিৎ সিং-ও৷ চ্যাম্পিয়ন হতে না পারলেও সেই শো-এর প্রতিযোগীদের ছাপিয়ে সাফল্যের নিরিখে সবথেকে এগিয়ে এখন তিনিই৷ বিনোদন জগতে তীব্র গুঞ্জন ছিল যে রূপরেখা আসলে অরিজিতের প্রথম স্ত্রী৷ এই রিয়্যালিটি শো-এর পরই নাকি তাঁরা বিয়ে করেছিলেন৷ যদিও তাঁদের দাম্পত্য দীর্ঘস্থায়ী হয়নি৷ ডিভোর্সের পর ছোটবেলার বান্ধবীকে বিয়ে করেন অরিজিৎ৷ কিন্তু রূপরেখা যে কোনও মতেই অরিজিতের প্রাক্তন স্ত্রী নন, এটা শুধুই রটনা-সে কথার স্পষ্ট ইঙ্গিত দিয়েছে সমিধ৷
advertisement
advertisement
আরও পড়ুন : বিমানকর্মীর সঙ্গে ঝগড়া! ঋতুস্রাবে ব্যবহৃত নোংরা ন্যাপকিন গ্রাউন্ড স্টাফের গায়ে ছুড়ে মারলেন মহিলা যাত্রী
রূপরেখাকে নিয়ে তাঁর দীর্ঘ পোস্টে সমিধ লিখেছেন, ‘তারপর নাকি হঠাৎ করে শোনা গেল অরিজিৎ সিং-এর প্রথম স্ত্রী৷’ এর পর একটা হাসির ইমোজি দিয়েছেন৷ অর্থাৎ এটা যে গুজব, সেটা বুঝিয়ে দিয়েছেন৷ রূপরেখা যে বিবাহিত এবং স্বামীর সঙ্গে সুখী দাম্পত্যে তাঁর একটি মেয়েও আছে-সেটাও লিখেছেন সমিধ৷
advertisement
তাঁর কথায়, রূপরেখা খুব সুন্দর গান করেন এবং সঙ্গীতচর্চা ছাড়া অন্য কিছু করতে পারেন না৷ তাই বিস্মৃত হয়ে গিয়েছেন৷ সেই বিস্মৃতির আড়াল থেকে ফিরছেন রূপরেখা৷ সমিধের কম্পোজ করা একটা মিষ্টি রোম্যান্টিক গান গেয়েছেন তিনি৷ সমিধের কথায় খুবই সু্ন্দর গেয়েছেন রূপরেখা৷ আজকাল রূপরেখার মতো প্রতিভা খুব একটা চোখে পড়ে না বলেই অভিমত সমিধের৷
advertisement
প্রসঙ্গত ফেম গুরুকুলের পর সঙ্গীতচর্চা চালিয়ে গিয়েছিলেন রূপরেখা৷ বাংলা ছাড়াও গান গেয়েছেন হিন্দি, ভোজপুরি এবং গুজরাতি ভাষায়৷ কিন্তু প্রতিভা অনুযায়ী যোগ্য উচ্চতায় পৌঁছননি বলেই অভিমত শ্রোতাদের৷ বরং ভুল পরিচিতি পেয়েছেন ‘অরিজিৎ সিংয়ের প্রথম স্ত্রী’ হিসেবে৷ সেটা যে রটনা সে কথা বছর দু’য়েক আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন ফেম গুরুকুলে রূপরেখার যুগ্ম বিজয়ী কাজী তৌকিরও৷ অবশেষে গুজবের কুয়াশা সরিয়ে দীর্ঘ বিচ্ছেদের পর আবার গানের ডালি নিয়ে ফিরছেন রূপরেখা৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 06, 2025 3:36 PM IST