পরবেন না খাবেন? রাখিতে ঠাসা নামিদামি ব্র্যান্ডের চিপস, এবার বাজার কাঁপাচ্ছে ট্রেন্ডিং এই রাখি
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
ছোট থেকে বড় সকলেইর পছন্দের মুখরোচোক খাবারের তালিকায় থাকে বিভিন্ন নামিদামি কোম্পানির চিপস আইটেমগুলি। আর সেগুলিই এবার রাখিতে।
পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: ছোট থেকে বড় সকলেইর পছন্দের মুখরোচোক খাবারের তালিকায় থাকে বিভিন্ন নামিদামি কোম্পানির চিপস আইটেমগুলি। শহর থেকে গ্রাম সমস্ত জায়গাতেই পাওয়া যায় এই ধরনের চিপস। এবার নামিদামি কোম্পানির চিপস শুধু মুখরোচক স্ন্যাক্সেই নয়, রাখিতে বাজার কাঁপাচ্ছে এই চিপসগুলি। সামনেই রাখি পূর্নিমা। বাজারে রমরমা রাখির বিক্রি। পুরুলিয়া শহরের চকবাজারের বিভিন্ন দোকানগুলিতে নানা ধরনের রাখির সম্ভার দেখা যাচ্ছে। সেখানে এ-বছর রকমারি রাখি পাওয়া গেলেও ট্রেন্ডিংয়ে চলছে বেশ কিছু রাখি। তার মধ্যে নজর কেড়েছে এই সমস্ত মুখরোচক চিপসের রাখি ও রয়েছে টেডি বিয়ার রাখি। বাচ্চারা এই ধরনের রাখি খুবই পছন্দ করছে। মূলত এ-বছর এই রাখির চাহিদা অনেকটাই বেশি রয়েছে।
এ বিষয়ে দোকানের বিক্রেতা নরেশ পুগলা বলেন, এবছর নানা রকমের রাখি বাজারে এলেও এই নামিদামি কোম্পানির চিপসের রাখির চাহিদা বেশি রয়েছে। এগুলো বাচ্চারা বেশি পছন্দ করছে। এছাড়াও বড়দের স্টোন দেওয়া রাখির যথেষ্ট চাহিদা রয়েছে। তার দোকানে পাঁচ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত বিভিন্ন ভ্যারাইটির রাখি পাওয়া যাচ্ছে।
advertisement
advertisement
এ বিষয়ে পুরুলিয়ার ওই দোকানে আসা এক ক্রেতা বলেন, রাখির বিভিন্ন ভ্যারাইটি রয়েছে এই দোকানে। কিন্তু এই নামিদামি কোম্পানির চিপসের রাখি একেবারেই নতুনত্ব। এরকম রাখি তিনি এর আগে দেখেননি। একেবারে ট্রেন্ডিং বলা যেতে পারে এই রাখি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
ভাই বোনের প্রীতিবন্ধনের একটি উৎসব রাখি। সারাটা বছর এই দিনের অপেক্ষায় থাকে ভাই-বোনেরা। পুরুলিয়া শহরে বিভিন্ন ধরনের রাখির দেখা মিললেও এ-বছর ট্রেন্ডিং-এ চলছে নামিদামি কোম্পানির রাখি। যা রীতিমতো নজর কেড়েছে সকলের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 07, 2025 3:04 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পরবেন না খাবেন? রাখিতে ঠাসা নামিদামি ব্র্যান্ডের চিপস, এবার বাজার কাঁপাচ্ছে ট্রেন্ডিং এই রাখি