আরেকটু হলেই...! অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে সিদ্ধ শুঁয়োপোকা! ব্যাপক চাঞ্চল্য এলাকায়

Last Updated:

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবার নিয়ে নতুন প্রশ্ন। এবার প্রশ্ন উঠেছে খাবারের শুঁয়োপোকার দেখা মেলায়। কোথায় ঘটল এমন ঘটনা

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে সিদ্ধ শুঁয়োপোকা
অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে সিদ্ধ শুঁয়োপোকা
লালদিঘি, পশ্চিম মেদিনীপুর, শোভন দাস: একদিন আগেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছিল। আর সেই ঘটনার কয়েক ঘন্টা কাটতে নাক কাটতেই আবারও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবার নিয়ে নতুন প্রশ্ন। এবার প্রশ্ন উঠেছে খাবারের শুঁয়োপোকার দেখা মেলায়। আবার এমন ঘটনাটি ঘটেছে একই জেলায়। কোন জেলায় এমন ঘটনা ঘটল চলুন দেখে নেওয়া যাক।
এবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বাচ্চাদের খাবারে শুঁয়োপোকা, ঘটনাটি ঘটেছে মেদিনীপুর পুরসভার অন্তর্গত ৯ নং ওয়ার্ডের লালদিঘী এলাকায়। জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো বৃহস্পতিবারও লালদিঘি পূর্বপাড় অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে বাচ্চাদের জন্য টিফিনকারিতে করে খিচুড়ি নিয়ে যায় এলাকার এক মহিলা অনিমা সাহু। কিন্তু বাড়িতে গিয়ে বাচ্চাদের খাওয়ানোর সময় তিনি লক্ষ্য করেন খিচুড়ির উপর পড়ে রয়েছে শুঁয়োপোকা। বিষয়টি তিনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকাকে জানাতে গেলে ICDS সেন্টার তখন বন্ধ হয়ে যায়, তবে বিষয়টি তিনি পাশাপাশি এলাকার কয়েকজনকে জানান।
advertisement
advertisement
যদিও মহিলার অভিযোগ মানতে নারাজ পশ্চিম মেদিনীপুরের ওই ICDS সেন্টারের শিক্ষিকা। তিনি বলেন, সেন্টারে রান্না এবং বাচ্চাদের খাওয়ানো হয় অতি সতর্কতার সঙ্গে। তাছাড়া এদিন অন্যান্য সমস্ত বাচ্চারা সেই খাবার খেয়েছে, কিন্তু কারও কোন অসুবিধা হয়নি। হতে পারে খাবার নিয়ে যাওয়ার পথে খাবারে শুঁয়োপোকা পড়েছে। অন্যদিকে এই ঘটনার বিষয়ে জেলাশাসককে ইমেল মারফৎ অভিযোগ জানিয়েছেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক শঙ্কর গুচ্ছাইত। ঘটনার নিন্দাও জানিয়েছেন তিনি।
advertisement
এই ঘটনার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র থাকতে পারে বলেই অভিমত ওয়ার্ড কাউন্সিলর সৌরভ বসুর। তিনি বলেন, ICDS সেন্টারে যদি রান্নার সময় বা তারপরে খাবারে শুঁয়োপোকা পড়ে থাকত, তাহলে যেসব বাচ্চারা খাবার খেয়েছে তাদের অসুবিধা হত, কিন্তু কোনও বাচ্চার কোনও অসুবিধা হয়নি। ফলে এটা তদন্ত সাপেক্ষ বিষয়। কিন্তু এর পেছনে সরকার বা পৌর প্রশাসনকে বদনাম করার চক্রান্ত থাকতে পারে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আরেকটু হলেই...! অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে সিদ্ধ শুঁয়োপোকা! ব্যাপক চাঞ্চল্য এলাকায়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement