বর্ধমান থেকে সোজা ব্রিটেন, বিকোবে এইসব জিনিস! ব্যাপক লক্ষ্মীলাভের আশায় শিল্পীরা
- Published by:Madhab Das
- local18
Last Updated:
ভারত-ব্রিটেন ৯৯ শতাংশ শুল্কমুক্ত বাণিজ্য চুক্তির আওতায় দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে ব্রিটেনে পণ্য যাবে।
পূর্বস্থলী, পূর্ব বর্ধমান, নবকুমার রায়: ভারত-ব্রিটেন ৯৯ শতাংশ শুল্কমুক্ত বাণিজ্য চুক্তির আওতায় দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে ব্রিটেনে পণ্য যাবে। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ থেকে ব্রিটেনে রফতানি করার জন্য বেছে নেওয়া হয়েছে বালুচরী শাড়ি, দার্জিলিংয়ের চা, বঙ্গীয় ঘরানার নতুনগ্রামের কাঠের পুতুল এবং শান্তিকেতনের চামড়া।
অন্যদিকে দেশের বিভিন্ন রাজ্য তামিলনাড়ু থেকে ব্রিটেনে পাঠানো হবে কাঞ্জিভরম শাড়ি, ত্রিপুরের উলের বস্ত্র, হলুদ, তাঞ্জভুরের পুতুল, ভেলোরের চপ্পল এবং তথ্য ও প্রযুক্তি সামগ্রী। কেরল থেকে প্রাকৃতিক ও প্রসেসড রবার, হলুদ পাঠানো হবে ব্রিটেনে। জম্মু ও কাশ্মীর থেকে ব্রিটেনে পশমিনা শল, বাসমতি চাল, কাশ্মীরের কেশর, কাশ্মীরে কাঠের তৈরি ব্যাট রফতানি করা হবে।
advertisement
advertisement
পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমার নতুন গ্রামের কাঠের পুতুল বিদেশে রফতানি হওয়ার খবর সামনে আসতেই খুশি স্থানীয় এলাকার শিল্পীরা। সূদূর ব্রিটেনে বসেই মিলবে এবার বাংলার বিখ্যাত নতুনগ্রামের কাঠের পুতুল। ভারত-ব্রিটেনের শুল্কমুক্ত বাণিজ্যচুক্তির ফলে প্রত্যন্ত এলাকার শিল্পীদের তৈরি এই পুতুল পৌঁছে যাবে বিদেশের মাটিতে। এর ফলে কুটিরশিল্পের উন্নতি যেমন হবে, তেমনই শিল্পীদেরও হবে ‘লক্ষ্মীলাভ’। বাড়বে কর্মসংস্থানের সুযোগ। শিল্পসামগ্রী ব্রিটেনে রফতানির খবরে বেজায় খুশি পূর্ব বর্ধমানের কালনা মহকুমার নতুনগ্রামের শিল্পীরা।
advertisement
পূর্বস্থলী ২ ব্লকের নতুনগ্রাম কাঠপুতুলের জন্য বিখ্যাত। গ্রামে ঢুকলেই দিনরাত শোনা যায় ছেনি, হাতুড়ির ঠুকঠাক শব্দ। গামার, শিমূল, পিটুলি, লম্বু, সোনাঝুরির মতো গাছ কেটে এখানকার শিল্পীরা বিভিন্ন ডিজাইনের কাঠের পেঁচা, রাজারানী, গৌর-নিতাই, রাধা-কৃষ্ণ, গণেশ, জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি, আসবাবপত্র তৈরি করেন। রংতুলির ছোঁয়ায় তাঁরা ফুটিয়ে তোলেন অনুপম শিল্প। একই সঙ্গে বিভিন্ন সিজিনের জন্য বেঁচে তারা তৈরি করেন তাদের শিল্পকর্ম। সামনে রেখে দুর্গাপুজো, সেই কারণে কলকাতা সংলগ্ন পুজো প্যান্ডেলগুলির জন্য তৈরি হচ্ছে পুজো প্যান্ডেলের কাজ। একই সঙ্গে সামনে জন্মাষ্টমী তারই সঙ্গে তাল মিটিয়ে তৈরি হচ্ছে রাধা কৃষ্ণের দোলা। এই পেশার সঙ্গে বংশ পরম্পরায় জড়িত নতুন গ্রামের শিল্পীরা। ভারত ব্রিটেনের এই চুক্তি স্বাক্ষর হওয়ায় খুশি তারা।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 07, 2025 1:38 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
বর্ধমান থেকে সোজা ব্রিটেন, বিকোবে এইসব জিনিস! ব্যাপক লক্ষ্মীলাভের আশায় শিল্পীরা