জগন্নাথ ধামেই শেষ নয়, এবার দিঘায় কেদারনাথ মন্দির! তাও আবার একই জায়গায়, ব্যাপারটা কী

Last Updated:

দিন কয়েক আগেই তো দীঘায় উদ্বোধন হল জগন্নাথ ধামের, এবার আবার কেদারনাথ মন্দির? তাহলে চলুন পুরো বিষয়টি সম্পর্কে জানা যাক।

দিঘায় জগন্নাথ ধামের পর কেদারনাথ মন্দির
দিঘায় জগন্নাথ ধামের পর কেদারনাথ মন্দির
দিঘা, পূর্ব মেদিনীপুর, পঙ্কজ দাশ রথী: দিঘায় জগন্নাথ ধাম উদ্বোধনের পর থেকেই পর্যটন শিল্পে জোয়ার নেমেছে। এবার দিঘাতে তৈরি হচ্ছে কেদারনাথ মন্দির। এখন হয়তো আপনার মনে হতে পারে, দিন কয়েক আগেই তো দীঘায় উদ্বোধন হল জগন্নাথ ধামের, এবার আবার কেদারনাথ মন্দির? তাহলে চলুন পুরো বিষয়টি সম্পর্কে জানা যাক।
দিঘায় জগন্নাথ ধাম তৈরি করেছে রাজ্য সরকার। জগন্নাথ ধাম তৈরি হওয়ার পর যেমন পর্যটন শিল্পে জোয়ার নেমেছে, তারই সঙ্গে সঙ্গে আর্থিক উন্নয়নের মুখ দেখছেন এলাকার মানুষেরা। আর এবার এই পূর্ব মেদিনীপুরের দিঘাতেই যদি কেদারনাথ মন্দিরের দেখা পাওয়া যায় তাহলে ব্যাপারটা কেমন হবে? দিঘায় এবার যে কেদারনাথ মন্দিরের দেখার মিলবে তা স্থায়ী মন্দির নয়।
advertisement
advertisement
আসলে পূর্ব মেদিনীপুরের দিঘায় যে কেদারনাথ মন্দিরের কথা বলা হচ্ছে তা এলাকার একটি দুর্গাপুজোর চলতি বছরের থিম। আর যাকে কেন্দ্র করে দিঘায় চলতি বছর পুজোয় পর্যটকদের অতিরিক্ত ঢল নামার আশঙ্কা করছেন পর্যটন ব্যবসায়ীরা। দিঘা সার্বজনীন যুব দুর্গোৎসব কমিটির এবারের থিম ভাবনা কেদারনাথ মন্দির। যাকে কেন্দ্র করে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতিও। জগন্নাথ মন্দির থেকে কিছুটা দূরেই পর্যটকদের দর্শনের জন্য উদ্যোক্তারা কেদারনাথ মন্দির থিম ভাবনা ভেবেছেন চলতি বছরে।
advertisement
বাঙালির আবেগের এই দুর্গোৎসবকে এক অন্য মাত্রা দিতে এই ধরনের ভাবনা বলে মত পুজো উদ্যোক্তাদের। বুধবার পুজো মণ্ডপের খুঁটি পুজো অনুষ্ঠিত হয়। যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক অখিল গিরি, কাঁথি পুরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি সহ অন্যান্যরা। তারা জানান, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পর থেকেই পর্যটন শিল্পের জোয়ার নেমেছে। এবার সেখানেই পর্যটকদের আরো আকর্ষণ বাড়াবে এই কেদারনাথ মন্দির।”
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জগন্নাথ ধামেই শেষ নয়, এবার দিঘায় কেদারনাথ মন্দির! তাও আবার একই জায়গায়, ব্যাপারটা কী
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement