থাকবে না মশার নামগন্ধ! এবার 'অল আউট অপারেশন', বাংলার বুকে বিরাট কর্মযজ্ঞে সামিল এই জেলা
- Published by:Madhab Das
- local18
Last Updated:
এবার অল আউট অপারেশন। মশাবাহীত রোগ মুক্ত করতে এবার রীতিমতো সাঁড়াশি আক্রমণ। কীভাবে অপারেশন চালানো হচ্ছে জানুন
শান্তনু কর, জলপাইগুড়ি: জলপাইগুড়ি জেলা জুড়ে চোখ রাঙাচ্ছে বাড়াচ্ছে ডেঙ্গি। জলপাইগুড়ি শহরে ও চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গি রোগের বাহক এডিস মশারা। এই বছর ২৫ ওয়ার্ডের জলপাইগুড়ি শহর এলাকায় ডেঙ্গি রোগে আক্রান্ত হয়েছেন ১২ জন। ম্যালেরিয়ায় ১। কিউলেক্স মশাবাহিত জাপানি এনকেফেলাইটিস রোগে আক্রান্তের সংখ্যা ১ জন। এই পরিস্থিতিতে রোগ নিয়ন্ত্রণে রীতিমতো অল আউট কর্মসূচি নিল জলপাইগুড়ি পুরসভা।
এবার অল আউট অপারেশন। জলে মাছ, ডাঙায় স্প্রে। জলপাইগুড়ি শহরকে মশাবাহীত রোগ মুক্ত করতে এবার রীতিমতো সাঁড়াশি আক্রমণ। জলপাইগুড়ি শহরের জলাশয় ও নিকাশি নালায় দুই লক্ষ মশা ঘাতক গাপ্পি মাছ ছাড়ার পরিকল্পনা নিল জলপাইগুড়ি পুরসভা। প্রথম ধাপে ছাড়া হল এক লক্ষ মাছ।
advertisement
advertisement
ডেঙ্গি বিজয় অভিযানকে সামনে রেখে শহর জুড়ে চলছে স্প্রে ও জঞ্জাল মুক্ত অভিযান। বাড়ি বাড়ি সচেতনতার প্রচারেও জোর দেওয়া হয়েছে। সেই সঙ্গে এবার যুক্ত হল মশাদের যম, লার্ভা খাদক গাপ্পি মাছ। মশাদের আতুর ঘর পরিত্যক্ত জলাশয়, নিকাশি নালায় এই মাছ থাকলে মশার বংশ বৃদ্ধি রোধ করতে অনেকটাই সুবিধা হবে বলে মনে করছে স্বাস্থ্য দফতর। শুধু শহর নয়, জেলা জুড়েই এই কর্মসূচি চলছে বলে মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন। জলপাইগুড়ি জেলা জুড়ে ১৮ লক্ষ গাপ্পি মাছ ছাড়া হচ্ছে বলে জানা গিয়েছে।
advertisement
মশা নিয়ে যখন জলপাইগুড়ির বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে, সেই সময় জেলা প্রশাসনের এমন অভিযান ও উদ্যোগ অবশ্যই প্রশংসা কেড়ে নিয়েছে সাধারণ মানুষদের। তবে এসবের মধ্যেও সাধারণ মানুষদের এখন প্রশ্ন, ১৮ লক্ষ গাপ্পি মাছ তাদের ডেঙ্গি, ম্যালেরিয়ার মতো অন্যান্য মশার বাহিত রোগ থেকে দূরে সরিয়ে রাখতে পারবে তো!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 07, 2025 1:00 PM IST