Train Accident Death: প্রেমের টানে এত দূর? ট্রেনে কাটা পড়ে মৃত্যু ২ বান্ধবীর! নেপথ্যে কোন রহস্য?
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
টিউশনি পড়তে যাওয়ার নাম করে দু'জনে শনিবার বিকেলে বাড়ি থেকে বেরিয়েছিল। রাতে আর বাড়িতে ফেরেনি।
কাকদ্বীপ: ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে দুই ছাত্রীর। দু’জনেই দ্বাদশ শ্রেণীর ছাত্রী। সূত্রের খবর, টিউশনি পড়তে যাওয়ার নাম করে দু’জনে শনিবার বিকেলে বাড়ি থেকে বেরিয়েছিল। রাতে আর বাড়িতে ফেরেনি। একজন কাকদ্বীপের জল ট্যাঙ্কির বাসিন্দা। অপরজন সাগরের বাসিন্দা কিন্তু সেই কিশোরী জল ট্যাঙ্কিতে মামার বাড়িতে থেকে পড়াশোনা করত। দু’জনে ঘনিষ্ঠ বান্ধবী ছিল বলেই জানা যায়।
আরও পড়ুন- বিয়ের ৪ বছরেও শারীরিক সম্পর্ক হয়নি! স্বামীর মোবাইলে ছবি দেখে মাথায় হাত স্ত্রীর!
রবিবার সকালে বাড়ির লোক জানতে পারেন, নিশ্চিতপুর ও করঞ্জলীর মাঝখানে দু’জনে ট্রেনে কাটা পড়েছে। দু’জনেই উচ্চ-মাধ্যমিকের ছাত্রী। পুলিশের প্রাথমিক অনুমান, প্রেম ঘটিত কারণে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় হারউড পয়েন্ট কোস্টাল থানার পুলিশ জিজ্ঞাসাবাদ করার জন্য ৩ জনকে আটক করেছে। ঠিক কী কারণে এমনটা ঘটল? অনুসন্ধান চালাচ্ছে পুলিশ। পুলিস তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে পরিবারের লোকজন বিভিন্ন প্রশ্ন তুলতে শুরু করেছেন।
advertisement
আরও পড়ুন- নিউটাউনে মর্মান্তিক দুর্ঘটনা! ঘরের কাছেই পিষে দিয়ে গেল ঘাতক বাইক! রক্তে ভাসল পথ
দু’জনে একসঙ্গে রাতে এত দূরে গেল কী করে! দু’জনে এক সঙ্গেই কি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিল? এই রকম নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। পুরো ঘটনায় ধোঁয়াশায় দুই পরিবার। এই ঘটনায় মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে ৩ জনকে গ্রেফতার করেছে হারউড পয়েন্টে কোস্টাল থানার পুলিশ।
advertisement
advertisement
বিশ্বজিৎ হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 24, 2024 10:44 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Train Accident Death: প্রেমের টানে এত দূর? ট্রেনে কাটা পড়ে মৃত্যু ২ বান্ধবীর! নেপথ্যে কোন রহস্য?