Newtown Accident: নিউটাউনে মর্মান্তিক দুর্ঘটনা! ঘরের কাছেই পিষে দিয়ে গেল ঘাতক বাইক! রক্তে ভাসল পথ

Last Updated:

মৃতের নাম রিপন দাস। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আহত ব্যক্তিকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

নিউটাউনে মর্মান্তিক দুর্ঘটনা! ঘরের কাছেই পিষে দিয়ে গেল ঘাতক বাইক! রক্তে ভাসল পথ। প্রতীকী ছবি।
নিউটাউনে মর্মান্তিক দুর্ঘটনা! ঘরের কাছেই পিষে দিয়ে গেল ঘাতক বাইক! রক্তে ভাসল পথ। প্রতীকী ছবি।
কলকাতা: বাইকের ধাক্কায় মৃত্যু এক পথচারীর। ঘটনাটি ঘটেছে নিউ টাউনের থাকদারি এলাকায়। ঘাতক বাইকচালক পলাতক। রক্তাক্ত অবস্থায় আহত ব্যক্তিকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় তাঁর। মৃতের নাম রিপন দাস। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নিউ টাউন থানার পুলিশ।
আরও পড়ুন- বিয়ের ৪ বছরেও শারীরিক সম্পর্ক হয়নি! স্বামীর মোবাইলে ছবি দেখে মাথায় হাত স্ত্রীর!
স্থানীয় সূত্রের খবর, রবিবার সন্ধ্যা ৬টা নাগাদ দুর্ঘটনা ঘটে। অ্যাকোয়াটিকার দিক থেকে দ্রুত গতিতে আসা একটি বাইক থাকদারি এলাকায় এক পথচারীকে সজোরে ধাক্কা মারে। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আহত ব্যক্তিকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। রিপনের বয়স হয়েছিল আনুমানিক ৪৭ বছর। বাড়ি থাকদারি এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নিউটাউন থানার পুলিশ ও নিউটাউন ট্রাফিক পুলিশ। ঘাতক বাইকটির চালকের সন্ধান চালাচ্ছে নিউটাউন থানার পুলিশ। এলাকায় কোনও (CCTV) সিসিটিভি আছে কিনা ক্ষতিয়ে দেখছে পুলিশ।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Newtown Accident: নিউটাউনে মর্মান্তিক দুর্ঘটনা! ঘরের কাছেই পিষে দিয়ে গেল ঘাতক বাইক! রক্তে ভাসল পথ
Next Article
advertisement
Birbhum News: তিন বছরের প্রেম, বিয়ে করলেন নমিতা-সুস্মিতা! ভিড় উপচে পড়ল দুবরাজপুরের শিব মন্দিরে
তিন বছরের প্রেম, বিয়ে করলেন নমিতা-সুস্মিতা! ভিড় উপচে পড়ল দুবরাজপুরের শিব মন্দিরে
  • সামাজিক মাধ্যমে শুরু হয়েছিল পরিচয়, তারপর গড়ে ওঠে গভীর প্রেম। সেই সম্পর্কের বাঁধন এবার রূপ নিল বিবাহে। বীরভূমের দুবরাজপুরে শিব মন্দিরে সাতপাক ঘুরে নয়, সিঁথিতে সিঁদুর পরিয়ে পরস্পরের জীবনসঙ্গী হলেন দুই মহিলা৷

VIEW MORE
advertisement
advertisement