Purulia News : ঝাড়খন্ড পুরুলিয়া সীমান্তে বাঘের আতঙ্ক , কী ব্যবস্থা নিচ্ছে পুরুলিয়া বনবিভাগ!
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
ঝাড়খন্ড পুরুলিয়া সীমান্তে বাঘের অস্তিত্ব পাওয়া যাচ্ছে, সজাগ দুই রাজ্যের বনবিভাগ!
পুরুলিয়া : বাঘের আতঙ্ক যেন পিছু ছাড়ছে না জঙ্গলমহলে। জিনাতকে বাড়ি পাঠিয়ে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে না নিতেই ফের পুরুলিয়া ঝাড়খন্ড সীমান্তে চোখ রাঙাচ্ছে শ্বাপদ হানা। চিন্তায় দুই রাজ্যের বনবিভাগ। পুরুলিয়া থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে চান্ডিল বনাঞ্চলে বাঘের উপস্থিতি কথা প্রকাশে আসছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।
এমনকি বাঘের পায়ের ছাপ পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায়। কখনও আবার উদ্ধার হচ্ছে গবাদি পশুর দেহ। প্রথমে এক নাবালক বাঘের উপস্থিতির কথা জানাতে এই ঘটনা প্রকাশ্যে আসে। তবে গত মঙ্গলবার এর ঘটনায় আরও পরিস্কার হয়। ওইদিন সন্ধ্যা নাগাদ একটি বুলেরো গাড়িতে হামলা চালায় বাঘটি।
advertisement
advertisement
বুলেরো চালক কোনও ভাবে সেখান থেকে গাড়ি নিয়ে পালিয়ে যায়। ঐ এলাকায় সদ্য পি সি সি রাস্তা ঢালাই হয়ে ছিলো। সেই ঢালাই রাস্তাতেও বাঘের পায়ের ছাপ স্পষ্ট ছিল বলে জানা গিয়েছে। বাঘের খোঁজে হন্যে হয়ে ঘুরছে ঝাড়খন্ডের সরাইকেল্লা বনবিভাগ।
স্থানীয় এক এলাকার বাসিন্দা বাঘের পায়ের ছাপ ঢালাই রাস্তার উপরে পড়েছে এই ভিডিও ভাইরাল করেছিল। এ বিষয়ে তিনি বলেন , চান্ডিলে বাঘের আগমনের কথা বারবার প্রকাশে আসছে। এ কথা আমরাও শুনেছি।
advertisement
ঢালাই রাস্তার উপরে যে পায়ের ছাপ পাওয়া গিয়েছে তা বাঘের পায়ের ছাপের মতই। তাই অনুমান করা যাচ্ছে এটা বাঘের পায়ের ছাপ হতে পারে।কংসাবতী দক্ষিণ বন বিভাগের ডিএফও অঞ্জন গুহ বলেন, ঝাড়খন্ডের বান্ডিল বন বিভাগে বাঘের অস্তিত্বের খবর স্যোশাল মিডিয়ায় কয়েকদিন ধরেই দেখছি। যদিও ঝাড়খন্ড থেকে সরাসরি কোনও তথ্য জানানো হয়নি পুরুলিয়া বনবিভাগকে।
advertisement
তবে আমরা পরিস্থিতির দিকে নজর রেখেছি। কারণ চান্ডিল বনাঞ্চল আমাদের সীমান্তের লাগোয়া। ওই এলাকায় জঙ্গল ও পাহাড় যথেষ্ট রয়েছে। বাঘ ঢুকে পড়তে পারে এটা অস্বীকার করার কিছু নেই। আমরা ঐ এলাকায় সতর্কতা করার কাজ করছি। বনদফতরের কর্মীরা সচেষ্ট রয়েছে। পরিস্থিতি অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। বাঘের আগমনের কথা প্রকাশ্যেআসায় ঝাড়খন্ড পুরুলিয়া সীমান্তে আতঙ্কের ছায়া নেমেছে। সজাগ রয়েছে বনবিভাগ।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
January 10, 2025 8:59 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News : ঝাড়খন্ড পুরুলিয়া সীমান্তে বাঘের আতঙ্ক , কী ব্যবস্থা নিচ্ছে পুরুলিয়া বনবিভাগ!
