Howrah News: প্রায় ৯ বছর বন্ধ! হঠাৎই লোকজনের আনাগোনা 'এই' হলে... আসল কারণটা চমকে দেবে
- Published by:Sanchari Kar
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Howrah News: একটানা কয়েক বছর বন্ধ থাকার পর সিনেমা হলে সিটে বসার সুযোগ পাচ্ছেন দর্শক। সেই সুযোগ হাতছাড়া করতে নারাজ অনেকেই।
হাওড়া: প্রায় ৯ বছর বন্ধ থাকার পর হঠাৎ সিনেমা হল হাউজফুল! সিনেমা নয়, থিয়েটার দেখতে মানুষ সিনেমা হলমুখী। মৃতপ্রায় শ্যামপুরের শীতলা টকিজে নতুন করে প্রাণ সঞ্চার করছে থিয়েটারে। হলে প্রবেশ করতে দীর্ঘক্ষণ মানুষকে দেখা গেল লাইনে অপেক্ষারত। থিয়েটার দেখতে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। একটানা কয়েক বছর বন্ধ থাকার পর সিনেমা হলে সিটে বসার সুযোগ পাচ্ছেন দর্শক। সেই সুযোগ হাতছাড়া করতে নারাজ অনেকেই। সমস্ত বয়সের মানুষকে দেখা গেল টিকিট সংগ্রহের লাইনে দাঁড়াতে।
১৯৮২ সালে প্রতিষ্ঠিত শ্যামপুরের ঐতিহ্যবাহী এই সিনেমা হলটি ২০১৬ সালের পর থেকে দীর্ঘ প্রায় ৯ বছর ধরে বন্ধ রয়েছে। একটা সময় এই সিনেমা হলে ৪টি করে শো চলত। টিকিট হাউসফুল হয়ে যেত। কিন্তু আধুনিকতার ছোঁয়া এবং ব্যস্ততার কারণে সিনেমা থেকে মুখ ফিরিয়েছে দর্শকেরা। শুধু শীতলা সিনেমা হল নয়, দর্শকের অভাবে রাজ্যের এমন বহু সিনেমা হল এখন বন্ধ হয়ে পড়ে রয়েছে। আর এবার সেই সিনেমা হলে নতুন করে প্রাণ প্রতিষ্ঠা করতে উদ্যোগী হয়েছে শ্যামপুরের একদল সংস্কৃতিমনস্ক মানুষ।
advertisement
advertisement
হাওড়া জেলার একেবারে শেষ তথা দক্ষিণ প্রান্তে অবস্থিত শ্যামপুরে অনুষ্ঠিত হচ্ছে নাট্যোৎসব। ৯ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ছ’টায় নৈহাটি নাট্য সমন্বয় প্রযোজিত , দেব শংকর হালদার অভিনীত ‘ফেরারী ফৌজ’ নাটকের মধ্য দিয়ে শুভ সূচনা ঘটলএই নাট্যোৎসবের। এর পর টানা ৫ দিন ধরে একের পর এক কলকাতার বিখ্যাত নাট্য শিল্পীদের অভিনয়ে মুখরিত হয়ে উঠবে শীতলা সিনেমা হল।
advertisement
নাট্যোৎসবে যোগ দিতে আসা মানুষ জানান, নাটকের প্রতি ভালবাসা এবং তার উপর হলে প্রবেশ করার সুযোগ সব মিলিয়ে অন্য একটা অনুভূতি। পুরনো দিনের অভিজ্ঞতাকে আবার ফিরে পাওয়া।
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 10, 2025 8:04 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: প্রায় ৯ বছর বন্ধ! হঠাৎই লোকজনের আনাগোনা 'এই' হলে... আসল কারণটা চমকে দেবে
