Virat Kohli: ‘হাতি যখন কাদায় পড়ে, চামচিকেতেও ...’ ১৭ বছরে প্রথমবার পরপর দুটো শূন্য, বিরাটকে এখন শ্রেয়সের থেকে ক্রিকেট শেখার পরামর্শ প্রাক্তনের
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Virat Kohli Two Zero: সামনে কি খুবই কঠিন পরীক্ষা বিরাটের, ভারত বনাম অস্ট্রেলিয়া একদিনের ম্যাচের সিরিজই অ্যাসিড টেস্ট নাকি কোহলির...
advertisement
advertisement
advertisement
advertisement
কাইফ বলেন, ‘‘আমি সম্প্রতি শ্রেয়স আইয়ারের সঙ্গে দেখা করেছি এবং তাঁর অবস্থান এবং ছন্দ সম্পর্কে জিজ্ঞাসা করেছি, কারণ সে বর্তমানে লাল বলের ক্রিকেট থেকে বিরতি নেওয়ার পর এবং টি-টোয়েন্টি আন্তর্জাতিকে অংশগ্রহণ না করার পর শুধুমাত্র ওয়ানডে খেলছে। তাই আমি বুঝতে চেয়েছিলাম কিভাবে সে এখনও এত অনায়াসে খেলতে পারে। সে মানসিকভাবে সুস্থ, সে খেলা ভালভাবে বোঝে এবং তাঁর মস্তিষ্ককে নতুন করে সজ্জিত করেছে। সে ইন্ডিয়া এ-এর হয়েও খেলেছে এবং তাই আমি বলছি যে বিরাট এবং রোহিতেরও একই কাজ করার কথা বিবেচনা করা উচিত।’’
advertisement
