China Bridge Collapse: এক বছরও টিকল না, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল চিনের নতুন সেতু! তিব্বতে যাওয়ার পথ বন্ধ, দেখুন ভিডিও

Last Updated:

সোমবার রুটিন পরীক্ষার সময়ই হংকি নদীর ডানদিকে সেতুর নীচের অংশ মাটিতে ফাটল ধরা পড়ে৷

চিনে ভেঙে পড়ল নতুন সেতু৷ ছবি-এক্স
চিনে ভেঙে পড়ল নতুন সেতু৷ ছবি-এক্স
মাত্র কয়েক মাস আগেই চালু হয়েছিল৷ মঙ্গলবার হুড়মুড়িয়ে ভেঙে পড়ল চিনের সিচুয়ান প্রদেশের হংকি সেতু৷ দুই পাহাড়ের মাঝখানে নদীর উপরে এই ৭৫৮ মিটার দীর্ঘ এই ঝুলন্ত সেতু চিনের ইঞ্জিনিয়ারিং দক্ষতার নির্দশন হিসেবেই গোটা বিশ্বের প্রশংসা কুড়িয়েছিল৷ মঙ্গলবার সেই সেতুর একাংশই ভেঙে পড়ে৷
তবে সেতুটি যে ভেঙে পড়তে পারে, সোমবারই তা আশঙ্কা করা হয়েছিল৷ কারণ সেতুর একদিকে কংক্রিটের নির্মাণের নীচ থেকে পাহাড়ের মাটি সরে যেতে শুরু করেছিল৷ আলগা হয়ে গিয়েছিল সেতুর ভিত৷ সেই কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওই সেতুতে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়৷ সেই কারণে সেতু ভেঙে পড়লেও কোনও ক্ষয়ক্ষতি হয়নি৷ সেতু ভেঙে পড়ার ভিডিও ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে৷ সেখানে দেখা যাচ্ছে, ধুলোর ঘন আস্তরণের মধ্যেই কয়েকশো ফুট নীচে নদীর মধ্যে ভেঙে পড়ছে সেতুর একাংশ৷
advertisement
চিনের জাতীয় হাইওয়ে নির্মাণ প্রকল্পের অংশ হিসেবেই তিব্বতের সঙ্গে সড়কপথে যোগাযোগের জন্য এই সেতুটি নির্মাণ করা হয়েছিল৷ প্রাথমিক অনুসন্ধানে মনে করা হচ্ছে, ভৌগলিক অবস্থানের কারণেই মাটি দুর্বল হয়ে গিয়ে সেতুটি ভেঙে পড়েছে৷ তবে নির্মাণগত অথবা নকশায় কোনও ত্রুটির কারণে সেতুটি ভেঙে পড়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে৷
advertisement
স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সোমবার রুটিন পরীক্ষার সময়ই হংকি নদীর ডানদিকে সেতুর নীচের অংশ মাটিতে ফাটল ধরা পড়ে৷ ততক্ষণাৎ জরুরি ভিত্তিতে সেতু বন্ধ করে দেওয়া হয়৷ আশেপাশের এলাকার বাসিন্দাদেরও সরিয়ে নেওয়া হয়৷ আশঙ্কাকে সত্যি করে মঙ্গলবার স্থানীয় সময় বিকেল তিনটে নাগাদ সেতুটি ভেঙে পড়ে৷
advertisement
প্রায় ৬২৫ মিটার গভীর খাদ এবং নদীর উপরে এ বছরের শুরুতে এই ঝুলন্ত সেতুর নির্মাণ কাজ শেষ হয়৷ সেপ্টেম্বর মাসে সেতুটি সাধারণ মানুষের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়েছিল৷ সিচুয়ান প্রদেশের সঙ্গে তিব্বতে যাতায়াতের জন্য এই সেতুটি নির্মাণ করা হয়৷ ফের কবে এই সেতু নতুন করে তৈরি করা হবে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
China Bridge Collapse: এক বছরও টিকল না, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল চিনের নতুন সেতু! তিব্বতে যাওয়ার পথ বন্ধ, দেখুন ভিডিও
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement