River Rafting In Darjeeling: ক্ষত ভুলে ফের নতুন পাহাড়, তিস্তায় দাঁড় হাতে দাপাচ্ছেন পর্যটকরা, রইল ফটো
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
Darjeeling Tour: প্রিয় দার্জিলিং ফের ডাকছে, শুরু পর্যটকদের প্রিয় রিভার র্যাফটিং।
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : দুর্যোগ কেটে ধীরে ধীরে প্রাণ ফিরে পাচ্ছে পাহাড়। আর সেই সঙ্গে ফের শুরু হয়েছে বহু প্রতীক্ষিত রিভার র‍্যাফটিং। দুর্গাপুজোর সময় অতিবৃষ্টির জেরে তিস্তায় র‍্যাফটিং বন্ধ ছিল। তবে আবহাওয়া স্বাভাবিক হওয়ায় পুনরায় চালু হয়েছে এই জনপ্রিয় অ্যাডভেঞ্চার স্পোর্ট।
advertisement
জিটিএ (GTA) পর্যটন দপ্তরের নির্দেশ অনুযায়ী, নিরাপত্তা বিধি কঠোরভাবে মেনে র‍্যাফটিং চালু করা হয়েছে। লাইফ জ্যাকেট, হেলমেট, এবং নদীতে নামার আগে পর্যাপ্ত প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে। গাইডদের অতিরিক্ত সতর্কতা অবলম্বনের নির্দেশও দেওয়া হয়েছে, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
পর্যটন দপ্তরের এক আধিকারিক জানান, “দীর্ঘ সময় বন্ধ থাকার পর আবার র‍্যাফটিং শুরু হওয়ায় পর্যটকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে। দেশ-বিদেশ থেকে আসা পর্যটকেরা তিস্তায় র‍্যাফটিংয়ের অভিজ্ঞতা নিতে মুখিয়ে আছেন।” তিনি আরও জানান, এবারের মৌসুমে নিরাপত্তার জন্য বিশেষ দলও মোতায়েন করা হয়েছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
দার্জিলিং ও কালিম্পং জেলার অন্যতম আকর্ষণ হল তিস্তায় রিভার র‍্যাফটিং। প্রতি বছর হাজার হাজার পর্যটক এই রোমাঞ্চকর খেলায় অংশ নেন। দুর্গাপুজোর পর থেকেই পাহাড়ি এলাকায় পর্যটনের জোয়ার দেখা গিয়েছে, আর সেই উচ্ছ্বাস আরও বাড়িয়ে তুলছে র‍্যাফটিং পুনরায় শুরু হওয়া।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
