Jibankrishna Saha | TET Scam: ২৪ ঘণ্টা ধরে খানাতল্লাশি! পুকুরের পাঁক ঘেঁটে CBI-এর হাতে খান কতক জিওল মাছ, মিলল না জীবনকৃষ্ণ সাহার দ্বিতীয় মোবাইল

Last Updated:

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ধৃত মুর্শিদাবাদের কৌশিক ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন জীবনকৃষ্ণ। তাঁর বাড়ির আশেপাশে কম করে ৩৫ বিঘা জমি রয়েছে বিধায়কের। এছাড়া, বীরভূমেও একাধিক জায়গায় তার জমি ও সম্পত্তি রয়েছে বলে অভিযোগ উঠেছে। জীবনকৃষ্ণের বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ২ হাজারের উপরে শিক্ষক নিয়োগের প্রার্থী তালিকা ও টাকা লেনদেনের হদিস পেয়েছে সিবিআই।

দক্ষিণবঙ্গ: ২৪ ঘণ্টা ধরে খানা তল্লাশি। প্রথমে পুকুরের জল ছেঁচে। তারপরে জেসিবি নিয়ে এসে পাঁক ঘেঁটে। শেষে সিবিআইয়ের হাতে এল গোটা গতক শোল মাছ। উদ্ধার হল না, নিয়োদ দুর্নীতি কাণ্ডে সিবিআইয়ের রেডারে থাকা মুর্শিদাবাদের বড়‍‍ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার দ্বিতীয় মোবাইল ফোন।
শুক্রবার দুপুর থেকেই টানা চলছে জিজ্ঞাসাবাদ। অভিযোগ এই জিজ্ঞাসাবাদেরই মাঝে বাড়ির দোতলার জানলা দিয়ে বাড়ির পিছনে থাকা পুকুরে নিজের দুটি মোবাইল ছুঁড়ে ফেলে দিয়েছেন বিধায়ক। তারপর থেকে সেই মোবাইল উদ্ধার ঘিরেই তৈরি হয়েছে একেকটা নাটকীয় মোড়।
আরও পড়ুন: তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার মোবাইলেই কি লুকিয়ে নিয়োগ দুর্নীতির বিরাট তথ্য! দ্বিতীয়টির খোঁজে পুকুরে জেসিবি নামাল CBI!
প্রথমে বড়ঞার সাবলদহ অঞ্চলের তৃণমূল সভাপতি সাধন প্রামাণিকের নেতৃত্বে সাতজন সদস্য নিয়ে শুরু হয় পুকুরের জল ছেঁচার কাজ, যা শেষ হয় রবিবার ভোরবেলায়। সকাল ৭ টা ৩৮ মিনিটে উদ্ধার হয় জীবনকৃষ্ণের একটি মোবাইল ফোন। পরে বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে নিয়ে ঘটনার পুর্ননির্মাণও করানো হয়। তারপর শুরু হয় দ্বিতীয় মোবাইল খোঁজার জন্য তল্লাশি।
advertisement
advertisement
কিন্তু দীর্ঘ আড়াই ঘণ্টা ধরে তল্লাশি চালানো হলেও বিফল হয় তল্লাশি অভিযান। কিছু শোল মাছ ছাড়া পুকুরের কাদা-পাঁক থেকে উদ্ধার হয়নি কিছুই। বেলা একটা বাজার পরে কাজ সম্পন্ন করে চলে যান কর্মীরা।
বড়ঞার সাবলদহ অঞ্চলের তৃণমূল সভাপতি সাধন প্রামাণিক বলেন, ‘‘সিবিআই আধিকারিকরা আমাকে সাহায্য করার জন্য বলেছিল। সেই কারণে দশ জন শ্রমিককে নিয়ে এসে পুকুরে নামিয়েছি মোবাইল খোঁজার জন্য। যদিও শেষ পর্যন্ত আমরা খুঁজে পাইনি।’’
advertisement
এরই মধ্যে সিবিআই আধিকারিকরা ও বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে নিয়ে পুকুর পারে নিয়ে আসেন। ঘটনার পুর্ননির্মাণ করানো হয় একাধিকবার। দোতলার যেখান থেকে মোবাইলটি ছুঁড়ে ফেলা হয়েছিল সেখান থেকে ইট ছুঁড়ে পুকুরের মধ্যে ফেলা হয়। তারপর সেই জায়গায় তল্লাশি চালানো হয়। সিবিআই আধিকারিকরা পুকুরের মধ্যে নির্দিষ্ট কিছু জায়গাও বলে দেন। সেই সমস্ত জায়গাতেই তল্লাশি চালানো হয়। তবে দ্বিতীয় মোবাইলটি উদ্ধার করা যায়নি।
advertisement
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় বাড়ি ও আশ্রমে তল্লাশির পরেই CBI-এর তলব, হাজিরা এড়ালেন প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারী
দুপুর দুটো নাগাদ বন্ধ করে দেওয়া হয় তল্লাশি। এরপর সিবিআই আধিকারিকরা নিজেদের মধ্যে আলোচনা করে ঘণ্টা দুয়েক পরে পুকুরের মধ্যে জেসিবি নামানোর সিদ্ধান্ত নেন। পুকুরের পাঁক মাটিকে তুলে ফেলা হয়। তাতেও লাভ হয়নি।
advertisement
জানা গিয়েছে, ২০১৮ সাল থেকে ২০২২ পর্যন্ত প্রচুর সম্পত্তি কিনেছেন জীবনকৃষ্ণ। কান্দিতে রয়েছে একটি রাইস মিল। রয়েছে ৪ বিঘে জমি। একাধিক জমি রয়েছে, যেগুলির টাকা দেওয়া হলেও রেজিস্ট্রি হয়নি। কান্দি হাই স্কুলের পিছনে রয়েছে বিধায়কের একটি পুকুর ও গ্যাসের গোডাউন।
শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ধৃত মুর্শিদাবাদের কৌশিক ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন জীবনকৃষ্ণ। তাঁর বাড়ির আশেপাশে কম করে ৩৫ বিঘা জমি রয়েছে বিধায়কের। এছাড়া, বীরভূমেও একাধিক জায়গায় তার জমি ও সম্পত্তি রয়েছে বলে অভিযোগ উঠেছে। জীবনকৃষ্ণের বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ২ হাজারের উপরে শিক্ষক নিয়োগের প্রার্থী তালিকা ও টাকা লেনদেনের হদিস পেয়েছে সিবিআই।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jibankrishna Saha | TET Scam: ২৪ ঘণ্টা ধরে খানাতল্লাশি! পুকুরের পাঁক ঘেঁটে CBI-এর হাতে খান কতক জিওল মাছ, মিলল না জীবনকৃষ্ণ সাহার দ্বিতীয় মোবাইল
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement