Purulia News : দীর্ঘ অপেক্ষার অবসান , বলরামপুরে গড়ে উঠতে চলেছে দমকল কেন্দ্র!

Last Updated:

খুব শীঘ্রই তৈরি হতে চলেছে বলরামপুর দমকল কেন্দ্র , খুশির হাওয়া বলরামপুরে!

+
দমকল

দমকল কেন্দ্র বলরামপুর

শর্মিষ্ঠা ব্যানার্জি, পুরুলিয়া: অবশেষে অপেক্ষার অবসান হতে চলেছে খুব শীঘ্রই। ‌বলরামপুরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল দমকল কেন্দ্রের। ‌সেই দাবি পূরণ হওয়ার পথেই এগোচ্ছে। সম্প্রতি দমকল দফতরের উচ্চ পদস্থ আধিকারিক এবং বলরামপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌগত চৌধুরীর উপস্থিতিতে দমকল কেন্দ্র নির্মাণের জন্য একটি জমি চিহ্নিত করা হয়েছে।
দমকল দফতর সূত্রে জানা গিয়েছে, ১৮ নম্বর জাতীয় সড়কে জামশেদপুরগামী সড়কের ধারে, বলরামপুর বরাবাজার বাইপাস রোড সংলগ্ন কৃষি বিভাগের এক বিঘা জমিতে গড়ে উঠবে বহু প্রতীক্ষিত দমকল কেন্দ্রটি।
advertisement
এই কেন্দ্রে থাকবে একটি অফিস ঘর , এক থেকে দুটি অগ্নিনির্বাপক যান, কর্মীদের জন্য থাকবে থাকার ব্যবস্থা। এই কেন্দ্রটি চালু হলে বলরামপুর ছাড়াও বরাবাজার, বাঘমুন্ডি, আড়ষা ব্লক এলাকার বহু মানুষ উপকৃত হবেন।
advertisement
এ বিষয়ে বলরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কাল্লাবতি কুমার বলেন, মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই দমকল কেন্দ্রের। ‌এই দমকল কেন্দ্রটি এলাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যে কোনও সময় আগুন লাগলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার যাবে।‌ এতে দুর্ঘটনা থেকে মানুষ রেহাই পাবে।
advertisement
বলরামপুর শহরে দমকল কেন্দ্রের প্রয়োজনীয়তা অনেকটাই বেশি রয়েছে। তাই দীর্ঘদিন ধরে বলরামপুরের স্থানীয় বাসিন্দারা এই কেন্দ্রের দাবি জানিয়ে এসেছেন।
কারণ এই কেন্দ্রটি চালু হলে অগ্নিকাণ্ডের সময় ক্ষয়ক্ষতি অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। তাইতো এই কেন্দ্র তৈরি হলে অনেকটাই স্বস্তি পাবে বলরামপুরবাসীরা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News : দীর্ঘ অপেক্ষার অবসান , বলরামপুরে গড়ে উঠতে চলেছে দমকল কেন্দ্র!
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement