East Bardhaman News: পূর্বস্থলীতে বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের নতুন শাখা, প্রথম দিনেই ৮ কোটির ঋণ বিতরণ

Last Updated:

পূর্বস্থলী ২ নম্বর ব্লকের পারুলিয়া বাজারে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হল 'দ্য বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের' ৪৩তম শাখার। শুক্রবার বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রথম দিনেই দু’টি সমবায় সমিতিকে মোট ৮ কোটি টাকার ঋণ প্রদান করা হয়।

উদ্বোধন 
উদ্বোধন 
বনোয়ারীলাল চৌধুরী, পূর্ব বর্ধমান: পূর্বস্থলী ২ নম্বর ব্লকের পারুলিয়া বাজারে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হল ‘দ্য বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের’ ৪৩তম শাখার। শুক্রবার বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রথম দিনেই দু’টি সমবায় সমিতিকে মোট ৮ কোটি টাকার ঋণ প্রদান করা হয়। নতুন এই শাখা চালু হওয়ায় পূর্বস্থলীর বিস্তীর্ণ এলাকার মানুষ এবার থেকে আরও সহজেই ব্যাঙ্ক পরিষেবা পেতে চলেছেন।
এই দিন উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী প্রদীপ মজুমদার, প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, কাটোয়া বিধানসভার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি, পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায় এবং পূর্ব বর্ধমানের জেলা শাসক আয়েশা রাণী এ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
advertisement
advertisement
উল্লেখ্য, বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক মূলত পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার বিস্তীর্ণ অংশ জুড়ে কাজ করে। এই দুই জেলায় কৃষি ঋণের বড় অংশই এই ব্যাংকের মাধ্যমে পরিচালিত হয়। নতুন শাখা থেকে কৃষিঋণ ছাড়াও পার্সোনাল লোন, স্টুডেন্ট ক্রেডিট, জমা ও উত্তোলন সহ সমস্ত আধুনিক ব্যাংকিং পরিষেবা মিলবে ব্যাঙ্কের উদ্বোধন অনুষ্ঠানের পর মন্ত্রী প্রদীপ মজুমদার পূর্বস্থলী ২ নম্বর পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ঘুরে দেখেন। আবর্জনা ব্যবস্থাপনা থেকে শুরু করে পঞ্চায়েত পরিচালনায় সামগ্রিক পরিকাঠামো দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।
advertisement
তিনি জানান, পূর্বস্থলী পঞ্চায়েত মডেল পঞ্চায়েত হিসাবে দারুণ কাজ করছে। এসে দেখলাম, পরিচ্ছন্নতার ক্ষেত্রে নজরকাড়া উন্নতি হয়েছে। এমন কাজ সত্যিই প্রশংসার যোগ্য। নতুন শাখার মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের আর্থিক অন্তর্ভুক্তিকরণে যে আরও একধাপ অগ্রগতি হবে, তা আশা করছেন সকলেই।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: পূর্বস্থলীতে বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের নতুন শাখা, প্রথম দিনেই ৮ কোটির ঋণ বিতরণ
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement