Konnagar: মাথার পিছনে জমাট বেঁধে রক্ত, চোখের নীচে আঘাত...আম পাড়ার অপরাধে বেদম মার! আশঙ্কাজনক কোন্নগরের কিশোর

Last Updated:

Konnagar: অন্যের গাছে আম পাড়ার অপরাধে এক কিশোরকে মারধোরের অভিযোগ কোন্নগরে। আহত কিশোরের চোখের আঘাত গুরুতর।


মাথার পিছনে জমাট বেঁধে রক্ত, ...আম পাড়ার অপরাধে বেদম মার! আশঙ্কাজনক কোন্নগরের কিশোর    Representative Image
মাথার পিছনে জমাট বেঁধে রক্ত, ...আম পাড়ার অপরাধে বেদম মার! আশঙ্কাজনক কোন্নগরের কিশোর Representative Image
হুগলি: অন্যের গাছে আম পাড়ার অপরাধে এক কিশোরকে মারধোরের অভিযোগ কোন্নগরে। আহত কিশোরের চোখের আঘাত গুরুতর। তাকে কলকাতা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধায় কোন্নগর মাস্টার পাড়ায় একটি বাড়িতে থাকা আম গাছে আম পাড়তে যায় দুই কিশোর। একজন পালিয়ে গেলেও ১৪ বছরের কিশোরকে ধরে মারধোর করা হয় বলেই অভিযোগ।
পুলিশ কিশোরের পরিবারকে খবর দিলে আহত অবস্থায় কিশোরকে উদ্ধার করা হয়। স্থানীয় হাসপাতাল থেকে শ্রীরামপুর হাসপাতাল নিয়ে যাওয়া হয়। এখান থেকে কলকাতা মেডিকেল কলেজে। মেডিকেল কলেজে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। তারপর থেকে বাড়িতেই ছিল কিশোর। গতকাল চোখে অসহ্য যন্ত্রনা শুরু হলে কোন্নগর মাতৃ সদনে ভর্তি করা হয়। আজ তাকে আবার কলকাতা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
advertisement
advertisement
পরিবারের অভিযোগ যে বাড়ির আম গাছে আম পারতে গিয়েছিল ওই কিশোর। সেই বাড়ির লোকজনই তাকে মারধর করেছে। তার সঙ্গে একজন টোটো চালকও ছিল। যদিও ওই পরিবার অভিযোগ অস্বীকার করেছে। কিশোরকে যে মারধর করা হয়েছে এই বিষয়টা তারা জানেই না বলে দাবি।
advertisement
উত্তরপাড়া থানার পুলিশ মামলা রুজু করে ঘটনা তদন্ত শুরু করেছে। কোন্নগরে আম পাড়ার ঘটনায় আক্রান্ত ১৪ বছরের কিশোরকে আনা হল কলকাতা মেডিকেল কলেজে। কলকাতা মেডিকেল কলেজের চক্ষু বিভাগে চিকিৎসাধীন রয়েছেন ১৪ বছরের নাবালক সোমন। ডান চোখের নীচের হাড়ে গুরুতর আঘাত, রেটিনা ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা চিকিৎসকরা পরীক্ষা করে দেখছে। অস্ত্রোপচার করা হতে পারে নাবালকের চোখে। মাথার পেছনে রক্ত জমাট বেঁধে আছে। চিকিৎসকরা জানাচ্ছেন নাবালকের অবস্থা গুরুতর।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Konnagar: মাথার পিছনে জমাট বেঁধে রক্ত, চোখের নীচে আঘাত...আম পাড়ার অপরাধে বেদম মার! আশঙ্কাজনক কোন্নগরের কিশোর
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement