Kitchen Tips: বাড়িতে সহজেই বানিয়ে বানিয়ে নিন মশলা বড়ি! যেমন স্বাদ, তেমন খরচও কম! রইল সহজ রেসিপি
- Published by:Sanchari Kar
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Kitchen Tips: বাড়িতে বানিয়ে নিন একদম অন্য স্বাদের মসলা বড়ি! নিজে হাতে বিভিন্ন ডাল আর মসলা মেশানো বড়ি বানাতে পারলে, বরি খাবার আরও কয়েকগুণ আকর্ষণ বেড়ে যাবে
হাওড়া: বাড়িতে বানিয়ে নিন একদম অন্য স্বাদের মশলা বড়ি। নিজে হাতে বিভিন্ন ডাল আর মশলা মেশানো বড়ি বানাতে পারলে আরও কয়েকগুণ আকর্ষণ বেড়ে যাবে। রান্নার উপকরণ হিসাবে বাঙালি হেঁসেলে গুরুত্ব সহকারে বড়ির অবস্থান সেকাল থেকে একালেও। একাংশের মানুষের কাছে ভীষণ কদর এই রান্না উপকরণের। মাছ, মাংস যাই থাকুক না কেন হাতে তৈরি বড়ির কদর অন্য মাত্রায়। যেমন বড়ি ঝাল-ভাজাতে জনপ্রিয়, তেমনি আবার টক বা শুক্তোর মত কিছু পদ রয়েছে যেগুলিতে বড়ি প্রয়োজনীয় উপকরণ। কাজেই বড়ি প্রয়োজনীয় উপকরণ। টকের বড়ি, মশলা বড়ি, বড় বড়ি বা ফুল বড়ি সাধারণত বেশি পরিচিত বাজারে মেলে। অন্য দিকে গয়না বড়িও দারুন জনপ্রিয়। যেমন স্বাদ, তেমনই আবার সুদর্শন মেদিনীপুরের বিখ্যাত গয়না বড়ি। এই বড়ির জনপ্রিয়তা রয়েছে বাংলা জুড়ে।
বিভিন্ন ডাল এবং মশলা মিশিয়ে আকর্ষণীয় স্বাদের বড়ি তৈরি করছেন হাওড়ার মিনতি। অল্প কয়েক বছরে এভাবে বড়ি তৈরি করে সুনামও পেয়েছেন। তাঁর হাতে তৈরি বড়ি চাহিদাও রয়েছে বাজারে। একটু ভিন্ন স্বাদের বড়ি খেতে হলে এই সহজ নিয়মে মশলা বড়ি বানিয়ে নিন।
আবহাওয়া বুঝে আগের দিন ডাল ভিজিয়ে সেটি বেটে রান্নাঘরের কয়েকটা মশলা পরিমাণ মতো মিশিয়ে রোদে শুকিয়ে নিলে তৈরি বড়ি। একটু বেশি পরিমাণ তৈরি করে বেশ কিছুদিন রেখেও খাওয়া যেতে পারে। দু-এক মাসের জন্য নয় । প্রতিমাসে একবার করে বড়ি রোদে শুকিয়ে নিলে, হাতে তৈরি বড়ি থাকবে তিন থেকে পাঁচ বছর পর্যন্ত। এভাবেই একটু অন্যরকম ভাবে সুস্বাদু বড়ি তৈরি করে অল্পদিনের স্বনির্ভর হয়েছেন হাওড়া’র মিনতি বেরা।
advertisement
advertisement
মিনতি জানান, বাজারে যে সমস্ত বড়ি পাওয়া যায় হাতে তৈরি খাঁটি বড়ি তার থেকে অনেক বেশি সুস্বাদু। সেই সঙ্গে বিভিন্ন ডালের অল্প কয়েকটি মসলা মিশিয়ে বড়ি তৈরি করতে পারলে, বড়ি খাবার আকর্ষণ আরও বেড়ে যাবে। বিভিন্ন রকম বড়ি ঘুরিয়ে ফিরিয়ে সারা বছর খাওয়া যাবে।
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 07, 2025 4:16 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kitchen Tips: বাড়িতে সহজেই বানিয়ে বানিয়ে নিন মশলা বড়ি! যেমন স্বাদ, তেমন খরচও কম! রইল সহজ রেসিপি