North 24 Parganas News: কঠিন ও তরল বর্জ্য স্বয়ংক্রিয়ভাবে আলাদা করবে ডাস্টবিন! অভিনব মডেল পড়ুয়াদের
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
ডাস্টবিনের উপরে বর্জ্য ফেললেই তা নিজে থেকেই কঠিন ও তরল বর্জ্য আলাদা করে আলাদা আলাদা জায়গায় জমা করবে।
উত্তর ২৪ পরগণা: কঠিন ও তরল বর্জ্য স্বয়ংক্রিয়ভাবে আলাদা করবে ডাস্টবিন! অভিনব মডেল পড়ুয়াদের। পরিবেশকে নির্মল স্বচ্ছ ও সুন্দর রাখতে ডাস্টবিনের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। এর জন্য প্রয়োজন সঠিক বর্জ্য ব্যবস্থাপনা। সেক্ষেত্রে দরকার কঠিন ও বর্জ্য আলাদাভাবে ডাস্টবিনে রাখা। অনেক সময় কর্মব্যস্ততা, অজান্তে কিংবা কর্মব্যস্ততায় কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনা থাকলেও তা অনেকক্ষেত্রে পুরোপুরি মেনে চলা সম্ভব হয় না। এক্ষেত্রে এই সমস্যার মুশকিল আসান করলো বসিরহাটের গ্রামের স্কুলের পড়ুয়ার। বসিরহাটের বেলের ধান্যকুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্ররা একটি বিশেষ মডেল তৈরি করল যেখানে ডাস্টবিনের উপরে বর্জ্য ফেললেই তা নিজে থেকেই কঠিন ও তরল বর্জ্য আলাদা করে আলাদা আলাদা জায়গায় জমা করবে।
আমাদের দেশ তথা রাজ্যে বিপুল জনসংখ্যার সঙ্গে সমানতালে বৃদ্ধি পাচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার সমস্যা তারই সঙ্গে বিভিন্ন উৎস থেকে প্রতিনিয়ত হাজার হাজার টন বর্জ্য তৈরি হচ্ছে। কিন্তু এই কঠিন বর্জ্য ব্যবস্থাপনার জন্য আধুনিক পদ্ধতির সঠিক বাস্তবায়ন করা হয়ে ওঠেনি এখনো।
advertisement
advertisement
কঠিন বর্জ্যের অপূরণীয় ব্যবস্থাপনার কারণে মাটি, জল এবং বায়ু দূষিত হতে পারে। তরল বর্জ্যের অপর্যাপ্ত ব্যবস্থাপনার কারণে জল দূষণ এবং রোগের বিস্তার হতে পারে। তাই, সঠিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশ দূষণ প্রতিরোধ করা সম্ভব, যা মানব স্বাস্থ্যকে রক্ষা করে এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে সহায়তা করে। বসিরহাটের গ্রামের স্কুলের ছাত্রদের তৈরি এই বিশেষ বিশেষ ডাস্টবিনের মুখে একটি সেন্সরের ব্যবহার করা হয়েছে যেখানে বর্জ্য পড়লেই তা সেন্সরের মাধ্যমে কঠিন ও তরল চিহ্নিত করে আলাদা আলাদা পাত্রে ফেলবে। গ্রামের স্কুলের ছাত্রদের এই অভিনব মডেল সাড়া পড়ল।
advertisement
জুলফিকার মোল্যা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 28, 2025 4:51 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: কঠিন ও তরল বর্জ্য স্বয়ংক্রিয়ভাবে আলাদা করবে ডাস্টবিন! অভিনব মডেল পড়ুয়াদের