ছট পুজো ঘাটে নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ-প্রশাসনের কড়াকড়ি! জারি করা হল 'এইসব' নির্দেশ, না মানলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি

Last Updated:

Chhath Puja 2025: ছট পুজোকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, নদীর ধারে এবং দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলিতে বিশেষ নজরদারি থাকবে। প্রয়োজনে অতিরিক্ত পুলিশ মোতায়েনের প্রস্তুতিও নেওয়া হয়েছে।

+
ছট

ছট পুজো

জলপাইগুড়ি, সুরজিৎ দেঃ দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালীপুজোর পর এখন ছট পুজোর প্রস্তুতি চলছে। সেই সঙ্গেই ছট পুজো ঘাটগুলিতে রয়েছে কড়া নজরদারি। উৎসবের মরশুমে নিরাপত্তায় জোর দিয়েছে প্রশাসন। এবার ছট পুজোকে কেন্দ্র করে ঘাটগুলিতে নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নির্দেশ জারি করল জলপাইগুড়ি জেলা প্রশাসন ও পুলিশ।
সম্প্রতি প্রশাসনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই বছর জেলার প্রতিটি ছট পুজো ঘাটে সিসি ক্যামেরা স্থাপন করা বাধ্যতামূলক। পাশাপাশি পর্যাপ্ত আলোর ব্যবস্থা, নিরাপত্তা বেষ্টনী ও ব্যারিকেড রাখার নির্দেশও দেওয়া হয়েছে। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, নদীর ধারে এবং দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলিতে বিশেষ নজরদারি থাকবে। প্রয়োজনে অতিরিক্ত পুলিশ মোতায়েনের প্রস্তুতিও নেওয়া হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ যাত্রীবোঝাই বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ! দুমড়েমুচড়ে গেল…! ভয়াবহ দুর্ঘটনায় আহত চালক সহ ২০
জেলা পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে, “প্রতিটি ঘাটে সিসি ক্যামেরা ও লাইটিং বাধ্যতামূলক করা হয়েছে। নিরাপত্তা বিধি না মানলে প্রশাসন কড়া পদক্ষেপ নেবে।” প্রশাসন জানিয়েছে, জলপাইগুড়ি জেলায় এই বছর প্রায় একশোরও বেশি জায়গায় ছট পুজো উদযাপিত হবে। শহর থেকে গ্রাম, সব জায়গাতেই জোরকদমে উৎসবের প্রস্তুতি চলছে। নারী-পুরুষ নির্বিশেষে বহু মানুষ ইতিমধ্যেই ঘাট পরিষ্কার ও সাজসজ্জার কাজে ব্যস্ত।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় এক পূজারী বলেন, “প্রতিবছর আমরা নিজেরাই ঘাটে আলো লাগাই। এবার প্রশাসনও উদ্যোগ নিয়েছে, এতে আমরা অনেকটা নিশ্চিন্ত।” নিরাপত্তার পাশাপাশি ভিড় নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থাপনাতেও প্রশাসনের নজর থাকবে। ছট পুজোর দিনগুলিতে ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ পুলিশ টহল থাকবে বলে জানা গিয়েছে। উৎসবকে কেন্দ্র করে যাতে কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সেই লক্ষ্যেই প্রশাসনের প্রস্তুতি তুঙ্গে। শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্ন করাই জেলা প্রশাসনের প্রধান লক্ষ্য।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ছট পুজো ঘাটে নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ-প্রশাসনের কড়াকড়ি! জারি করা হল 'এইসব' নির্দেশ, না মানলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
Next Article
advertisement
Lionel Messi Team India Jersey: ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
  • ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি

  • এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের

  • দুর্দান্ত অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement