MDI: গুরগাঁও-এর পর বাংলাতে রয়েছে ম্যানেজমেন্ট ডেভলপমেন্ট ইন্সটিটিউট! রইল ঠিকানা
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
মুর্শিদাবাদ: শুধু গুরগাঁওতে নয়। জানেন কি এই বঙ্গে রয়েছে ম্যানেজমেন্ট ডেভলপমেন্ট ইন্সটিটিউট। বর্তমানে এই ইন্সটিটিউট ১০বছরে পদার্পণ করেছে। মুর্শিদাবাদের জঙ্গিপুরে প্রয়াত রাষ্ট্রপতি প্রনব মুখোপাধ্যায়ের হাত ধরে ২০১৪সালে পথ চলা শুরু করে। বর্তমানে এখানে বেশ কিছু পেশাদারী মাষ্টার ডিগ্রি কোর্স করানো হয়। কোর্স শেষে মেলে চাকরির সুযোগও।
জঙ্গিপুর এমডিআই কলেজের এবছর ১০ বছর উপলক্ষে বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
advertisement
ভারতের একমাত্র গুরগাঁওতে আছে এই ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট ইন্সটিটিউট ।গুরগাঁও পরেই আছে এই রাজ্যেও সেই কলেজ। ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট ইন্সটিটিউট মুর্শিদাবাদ। যা অবস্থিত জঙ্গিপুরে। ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (MDI) মুর্শিদাবাদ একটি শিক্ষা প্রতিষ্ঠান যা ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল কেন্দ্রীয় সরকারের উদ্যোগে। তৎকালীন সময়ে প্রয়াত রাষ্ট্রপতি প্রনব মুখোপাধ্যায়ের হাত ধরে। ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট ইনস্টিটিউট AICTE (অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন) দ্বারা অনুমোদিত এবং NBA (ন্যাশনাল বোর্ড অফ অ্যাক্রিডিটেশন) দ্বারা A+ গ্রেড সহ স্বীকৃত।
advertisement
আরও পড়ুন: সন্তান আসছে, দেখতে পাবে বাবা! পাক সেনার হাতে বন্দি BSF জওয়ানকে ফিরে পেতে পাঠানকোটে স্ত্রী
কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন, এমডিআই মুর্শিদাবাদ স্নাতকোত্তর এবং ডক্টরেট স্তরে কোর্স পড়ানো হয়। ২ বছরের পিজিডিএম প্রোগ্রাম এবং এফপিএম প্রোগ্রাম অফার করে। যেখানে ফাইন্সিয়াল ম্যানেজমেন্ট, হিউম্যান রির্সোস ম্যানেজমেন্ট, মার্কেটিং ম্যানেজমেন্ট ও সাপ্লাই চেন ম্যানেজমেন্ট কোর্স করানো হয়। আগ্রহীদের CAT, MAT উত্তির্ন হলে তবেই মিলবে সুযোগ। মোট আসন সংখ্যা রয়েছে ১৮০টি। সঙ্গে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে ও স্নাতকস্তরে ৫০শতাংশ নম্বর বাধ্যতামূলক।
advertisement
কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার জানান, স্বর্গীয় রাষ্ট্রপতি প্রনব মুখোপাধ্যায়ের আমলে এই বিদ্যালয় তৈরি হয়েছিল। আগে একমাত্র এমডিআই গুরগাঁওতে ছিল। পরে এই মুর্শিদাবাদে তৈরি হয়। আজকে আমার সৌভাগ্য হয়েছে এখানে আসার। বর্তমানে এই বিদ্যালয় দশবছর পুর্ন্য করল। আগামী দিনে এই ম্যানেজমেন্ট পড়ার জন্য আদর্শ বিদ্যালয় তৈরি হবে বলেই মনে করি। এখানে পাঠরত করে অনেক পড়ুয়া আজকে ভাল জায়গায় যাচ্ছেন অতি সাফল্যের সঙ্গে।
advertisement
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 28, 2025 4:36 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
MDI: গুরগাঁও-এর পর বাংলাতে রয়েছে ম্যানেজমেন্ট ডেভলপমেন্ট ইন্সটিটিউট! রইল ঠিকানা