Teen boy drowned: রিলস বানাতে গিয়ে মর্মান্তিক পরিণতি! জলের তোড়ে ভেসে গেল কিশোর

Last Updated:

West Bengal news: রিলস বানাতে গিয়েই মর্মান্তিক পরিণতি কিশোরের। জলের তোড়ে ভেসে যায় সে। ঘটনাটি ঘটেছে বারুইপুরের উত্তর ভাগ পাম্পিং স্টেশনে।

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
বারুইপুর, অর্পণ মণ্ডল: শখ ছিল জলের স্রোতের রিলস বানাবে। সেই রিলস বানাতে গিয়েই মর্মান্তিক পরিণতি হয়েছে কিশোরের। জলের তোড়ে ভেসে যায় সে। ঘটনাটি ঘটেছে বারুইপুরের উত্তর ভাগ পাম্পিং স্টেশনে। নিখোঁজ কিশোরের নাম মহম্মদ শামিম। তার বাড়ি বারুইপুরের মল্লিকপুরে। এখনও পর্যন্ত তার কোনও হদিস পাওয়া যায়নি। বিকেল ৪টে নাগাদ এই ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। তার সন্ধানে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে বলে প্রশাসন সূত্রে খবর।
পাম্পিং স্টেশনটি সংরক্ষিত এলাকা হলেও এলাকার বাসিন্দাদের বক্তব্য এটি যেন এক পর্যটন কেন্দ্র। প্রায়ই বিভিন্ন জায়গার মানুষ এখানে ঘুরতে আসেন। অতিরিক্ত বৃষ্টি হলে সেই সংখ্যাটা আরও বাড়ে। কলকাতা পুর এলাকা, রাজপুর সোনারপুর, বারুইপুর এমনকি উত্তর ২৪ পরগনার একটা অংশের জল এই উত্তরভাগ পাম্পিং স্টেশন হয়ে বিদ্যাধরী ও মাতলা নদীতে গিয়ে পড়ে। জমা জল পাম্পিং স্টেশন হয়ে খালে পড়ার সময় বিরাট স্রোতের সৃষ্টি হয়। তা দেখতে ভিড় জমান অনেকেই।
advertisement
advertisement
এই দৃশ্য দেখতে এবং ভিডিও রিল্স বানাতে কয়েকজন বন্ধুর সঙ্গে এখানে এসেছিল শামিম। জলের স্রোতে সে ভেসে যায়। বাকি বন্ধুরা তাকে আটকানোর চেষ্টা করলেও শেষ রক্ষা করতে পারেনি। এদিকে এই ঘটনা জানাজানি হলে বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে।
advertisement
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বারুইপুর পূর্বের বিধায়ক বিভাগ সরদার। নিখোঁজের সন্ধানে তল্লাশি চলছে বলে জানান তিনি। পাশাপাশি তাঁর আরও বক্তব্য, “এটা ভ্রমণকেন্দ্র বা আড্ডা মারার জায়গা নয়। নিরাপত্তারক্ষীরা বারণ করলে তাদের মারধর করা হয়”। প্রশাসন দেহ খোঁজার চেষ্টা করছে বলে জানান তিনি।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Teen boy drowned: রিলস বানাতে গিয়ে মর্মান্তিক পরিণতি! জলের তোড়ে ভেসে গেল কিশোর
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement