DVC Water discharge: মাইথন, পাঞ্চেত থেকে বিপুল পরিমাণে জল ছাড়ল ডিভিসি, বন্যার আশঙ্কায় কাঁপছেন বাসিন্দারা
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Flood situation: শুক্র এবং শনিবারের পরে রবিবারও মাইথন এবং পাঞ্চেত থেকে বিপুল পরিমাণে জল ছাড়ার কথা জানাল ডিভিসি।
পশ্চিম বর্ধমান: দক্ষিণবঙ্গে টানা চলছে ভারী বৃষ্টি। এই বৃষ্টির জেরে পূর্ণ হয়ে রয়েছে মাইথন, পাঞ্চেত-সহ একাধিক জলাধার। তাই শুক্র এবং শনিবারের পরে রবিবারও মাইথন এবং পাঞ্চেত থেকে বিপুল পরিমাণে জল ছাড়ার কথা জানাল ডিভিসি।
ডিভিসি সূত্রে খবর রবিবার বিপুল পরিমাণে জল ছাড়া হয়েছে পাঞ্চেত জলাধার থেকে। অল্প পরিমাণে জল ছাড়া হয়েছে মাইথন থেকেও। এর মধ্যে পাঞ্চেত থেকে ছাড়া হয়েছে ১,১৪,০০ কিউসেক জল। পাশাপাশি মাইথন থেকে ছাড়া হয়েছে ৬০০০ কিউসেক জল। দামোদর এই দু’টি নদী থেকে বিপুল পরিমাণে জল ছাড়ার জেলে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে একাধিক এলাকা ঘিরে।
advertisement
advertisement
প্রসঙ্গত, শুক্রবারে ২০ হাজার কিউসেকের বেশি জল ছাড়া হয়েছিল দুর্গাপুর ব্যারেজ থেকে। যখন দুর্গাপুর, আসানসোল সহ বিভিন্ন এলাকা ভারী বৃষ্টির ফলে জলের তলায়, তখন এই জল ছাড়া চিন্তা বাড়িয়েছিল মানুষের।
advertisement
শনিবারও বিপুল পরিমাণে জল ছাড়া হয় মাইথন এবং পাঞ্চেত থেকে। শনিবার মাইথন এবং পাঞ্চেত জলাধার মিলিয়ে মোট ৪৮ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। যার মধ্যে মাইথন জলাধার থেকে ছাড়া হয় ১২ হাজার কিউসেক জল। অন্যদিকে পাঞ্চেত জলধার থেকে মোট জল ছাড়ার পরিমাণ ছিল ৩৬ হাজার কিউসেক। টানা বৃষ্টির জেরে চাপ বাড়ছে জলাধারগুলিতে, সেই সঙ্গে অবনতি হচ্ছে বন্যা পরিস্থিতিরও।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 04, 2024 8:24 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
DVC Water discharge: মাইথন, পাঞ্চেত থেকে বিপুল পরিমাণে জল ছাড়ল ডিভিসি, বন্যার আশঙ্কায় কাঁপছেন বাসিন্দারা