Tarapith Temple: দেখলে চিনতেই পারবেন না! একেবারে নতুন রূপ পাচ্ছে তারাপীঠ মন্দির, খরচ হচ্ছে কয়েক কোটি টাকা

Last Updated:

Tarapith Temple: তারাপীঠ মন্দিরে দ্বিতীয় পর্যায়ের উন্নয়নমূলক কাজ পুরোদমে শুরু হল। একইসঙ্গে চলবে তৃতীয় আর পর্যায়ের কাজও।

+
তারাপীঠ

তারাপীঠ মন্দির

বীরভূম: ভক্তদের কাছে তারাপীঠ মা তারার মন্দির একই রূপে পরিচিত। তবে অবশেষে এই মন্দিরের রূপ বদলাচ্ছে! অবশেষে তারাপীঠ মন্দিরে দ্বিতীয় পর্যায়ের উন্নয়নমূলক কাজ পুরোদমে শুরু হল। একইসঙ্গে চলবে তৃতীয় আর পর্যায়ের কাজও। এবার মা তারার প্রথম সাধক বশিষ্ঠদেবের মন্দিরও গড়ে উঠবে। কয়েক মাসের মধ্যেই নবরূপে দর্শন মিলবে তারাপীঠ মন্দিরের। কয়েকবছর আগে তারাপীঠ মন্দিরে পুজো দিতে ঘিঞ্জি পরিবেশ চাক্ষুস করেন মুখ্যমন্ত্রী। এরপরই খোলামেলা পরিবেশ তৈরির জন্য প্রথম পর্যায়ে প্রায় দুই কোটি টাকা তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদকে বরাদ্দ করেন।
মন্দির কমিটির সূত্রে জানা যায়, মোট ৩২৬০ স্কোয়ার ফুট জায়গা নিয়ে রয়েছে তারাপীঠ মন্দির চত্বর। যার মধ্যে ৩৫০ স্কোয়ার ফুট জায়গার মধ্যে মায়ের গর্ভগৃহ।সেই গর্ভগৃহকে অক্ষত রেখে প্রথম পর্যায়ে খননকার্য চালিয়ে ৫০ শতাংশ আন্ডারগ্রাউন্ডের কাজ শেষ হয়েছে অনেক আগেই। পশ্চিম দিকে মাটির তলায় ইতিমধ্যে ৭০ ফুট বাই ২৫ ফুটের ভোগঘর ও ডাইনিং রুম নির্মাণ হয়েছে। ২০২০ সালে বোলপুরে প্রশাসনিক বৈঠকে তারাপীঠের দ্বিতীয় পর্যায়ের উন্নয়নমূলক কাজের জন্য আরও তিন কোটি টাকা বরাদ্দ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
advertisement
যদিও কোভিড পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর গত বছরের শুরুতে দ্বিতীয় পর্যায়ের কাজে হাত লাগায় টিআরডিএ। সেইমত নারায়ণ, হনুমান ও বামদেবের প্রাচীন মন্দির ভেঙে একপাশে নতুন মন্দির নির্মাণ করা হয়। গতবছর অক্ষয় তৃতীয়ার দিন নবমির্মিত মন্দিরে সেইসব বিগ্রহ সরিয়ে নিয়ে যাওয়া হয়। এরপর থেকেই থমকে দ্বিতীয় পর্যায়ের কাজ। এরই মধ্যে গত নভেম্বরে তৃতীয় পর্যায়ের কাজের জন্য ২ কোটি ৬৪ লক্ষ টাকা বরাদ্দ করেন মুখ্যমন্ত্রী।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কিন্তু দ্বিতীয় পর্যায়ের কাজ সেভাবে শুরু না হতেই তৃতীয় পর্যায়ের কাজের ওয়ার্কঅর্ডার ইস্যু হওয়ায় নানা প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। অবশেষে কয়েকদিন আগে থেকে পুরোদমে শুরু হল দুই পর্যায়ের কাজ। টিআরডিএ ভাইস চেয়ারম্যান সুকুমার মুখোপাধ্যায় জানান, দ্বিতীয় পর্যায়ের কাজে পূর্বদিকে খননকার্য চালিয়ে ২৫০০ স্কোয়ার ফুট আন্ডারগ্রাউন্ড হবে। ফুটব্রিজ ও নাট মন্দির ভেঙে দেওয়া হবে।
advertisement
জীবিতকুণ্ড থেকে আন্ডারগ্রাউন্ড দিয়ে লাইন ধরে ভক্তরা গর্ভগৃহ লাগোয়া বিরামমঞ্চের কাছে উঠবেন। এতে মন্দিরের চাতাল বড় হবে। এরপরই বড় আকারের নাট মন্দির নির্মাণ করা হবে। তেমনই মন্দিরের খোলামেলা পরিবেশ ফিরে আসবে। জীবিতকুণ্ড সহ মন্দিরের বাউন্ডারি ওয়াল দিয়ে চারদিক সৌন্দর্যায়ন করা হবে। ইতিমধ্যেই জীবিতকুণ্ড ঘাটের কাজের জন্য সেই ঘাটের জল মেরে ফেলা হয়েছে। খুব শীঘ্রই সেই কাজ শুরু হবে।
advertisement
সৌভিক রায়
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tarapith Temple: দেখলে চিনতেই পারবেন না! একেবারে নতুন রূপ পাচ্ছে তারাপীঠ মন্দির, খরচ হচ্ছে কয়েক কোটি টাকা
Next Article
advertisement
মৃত্যুর ধারাবাহিকতা! শুধুমাত্র প্রেসক্রিপশনেই দেওয়া হবে কাশির সিরাপ, ভুল নয়! জানুন বিশদে
মৃত্যুর ধারাবাহিকতা! শুধুমাত্র প্রেসক্রিপশনেই দেওয়া হবে কাশির সিরাপ, ভুল নয়! জানুন বিশদে
  • কেন্দ্র দূষিত কাশির সিরাপের কারণে মৃত্যুর পর কাশির সিরাপ প্রেসক্রিপশন ছাড়া বিক্রি নিষিদ্ধ করতে চলেছে.

  • ডিসিসি প্রস্তাব করেছে কাশির সিরাপকে শিডিউল কে তালিকা থেকে বাদ দেওয়া উচিত, যা লাইসেন্স ছাড়া বিক্রি হয়.

  • মধ্যপ্রদেশে দূষিত কাশির সিরাপের কারণে শিশুদের মৃত্যুর পর WHO সতর্কতা জারি করেছে.

VIEW MORE
advertisement
advertisement