Rampurhat Medical College: রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন! দাউ দাউ করে জ্বলল চিকিৎসকদের রেস্ট রুম, তুমুল চাঞ্চল্য এলাকায়
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
Rampurhat Medical College: জানা যাচ্ছে, মঙ্গলবার আনুমানিক সন্ধ্যা ৬টা নাগাদ ঘটনাটি ঘটে। আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায় সেই ঘরে থাকা সমস্ত আসবাবপত্র। হঠাৎ আগুন লাগার এই ঘটনায় হাসপাতালে চাঞ্চল্য ছড়ায়।
রামপুরহাট, বীরভূম, অক্ষয় ধীবরঃ ভরসন্ধ্যায় হঠাৎ অগ্নিকাণ্ড। এদিন রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ঘটনাটি ঘটে। চিকিৎসকদের রেস্ট রুমে হঠাৎ আগুন লাগায় হাসপাতালে চাঞ্চল্য ছড়ায়।
জানা যাচ্ছে, মঙ্গলবার আনুমানিক সন্ধ্যা ৬টা নাগাদ ঘটনাটি ঘটে। রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসকদের রেস্ট রুমে হঠাৎ আগুন লেগে যায়। আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায় সেই ঘরে থাকা সমস্ত আসবাবপত্র।
আরও পড়ুনঃ মোবাইলের জন্য সরকারি বরাদ্দ নিয়ে বেকায়দায় আশাকর্মীরা! বাঁকুড়ায় জেলাশাসকের দফতর ঘেরাও করে বিক্ষোভ, দাবি না মানলে কাজ বন্ধের হুঁশিয়ারি
অগ্নিকাণ্ডের বিষয়টি সামনে আসতেই সঙ্গে সঙ্গে রামপুরহাট দমকল বিভাগে খবর দেওয়া হয়। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে ছুটে আসেন রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এম.এস.ভিপি পলাশ দাস।
advertisement
advertisement
এদিন সন্ধ্যায় চিকিৎসকদের রেস্ট রুমে কীভাবে হঠাৎ আগুন লাগল সেটা এখনও স্পষ্ট নয়। তবে জানা যাচ্ছে, পুলিশের প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের কারণে আগুন লেগে থাকতে পারে।
আজ সন্ধ্যাবেলা রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসকদের রেস্ট রুমে হঠাৎ আগুন লেগে যায়। এই ঘটনার জেরে হাসপাতালে চাঞ্চল্য ছড়ায়। অগ্নিকাণ্ডের বিষয়টি সামনে আসতেই রামপুরহাট দমকল বিভাগে খবর দেওয়া হয়। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল সেটা এখনও পরিষ্কার নয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Birbhum,West Bengal
First Published :
November 18, 2025 9:33 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rampurhat Medical College: রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন! দাউ দাউ করে জ্বলল চিকিৎসকদের রেস্ট রুম, তুমুল চাঞ্চল্য এলাকায়

