ASHA Workers: মোবাইলের জন্য সরকারি বরাদ্দ নিয়ে বেকায়দায় আশাকর্মীরা! বাঁকুড়ায় জেলাশাসকের দফতর ঘেরাও করে বিক্ষোভ, দাবি না মানলে কাজ বন্ধের হুঁশিয়ারি

Last Updated:

Bankura ASHA Workers Protest: অভিযোগ, মোবাইলের জন্য সরকারি বরাদ্দ দিয়ে এখন সরকারের তরফে আশাকর্মীদের মোবাইল ফোন কিনে তার রসিদ জমা করার জন্য চাপ দেওয়া হচ্ছে। এর জেরে বেকায়দায় পড়েছেন আশাকর্মীরা।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
বাঁকুড়া, প্রিয়ব্রত গোস্বামীঃ মোবাইলের জন্য সরকারি বরাদ্দ মিলেছে। এবার সেই নিয়েই একপ্রকার বেকায়দায় আশাকর্মীরা। বাঁকুড়ার জেলাশাসকের দফতর ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়লেন তাঁরা। বিক্ষোভকারী আশাকর্মীদের দাবি, অবিলম্বে তাঁদের দাবি না মানা হলে ডিসেম্বরে জেলা জুড়ে কাজ বন্ধ করে দেবেন।
অভিযোগ, মোবাইলের জন্য সরকারি বরাদ্দ দিয়ে এখন সরকারের তরফে আশাকর্মীদের মোবাইল ফোন কিনে তার রসিদ জমা করার জন্য চাপ দেওয়া হচ্ছে। এর জেরে বেকায়দায় পড়েছেন আশাকর্মীরা। এর প্রতিবাদে এদিন জেলাশাসকের দফতর ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়লেন বাঁকুড়া জেলায় কর্মরত আশাকর্মীরা।
আরও পড়ুনঃ দীর্ঘদিনের অপেক্ষার অবসান! দক্ষিণ দিনাজপুরবাসী পেল ৩টি ঝাঁ চকচকে নতুন রাস্তা, উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী
তাঁদের দাবি, তাঁরা এই রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর মূল স্তম্ভ। অথচ সামান্য মাসিক সাম্মানিকের বিনিময়ে তাঁদের দিয়ে বিভিন্ন কাজ করানো হয়। স্বাস্থ্য দফতরের বিভিন্ন প্রকল্পের কাজের পাশাপাশি তাঁদের দিয়ে ডেটা এন্ট্রি অপারেটারের কাজও করানো হচ্ছে। এতকিছুর বিনিময়ে মাসিক সাম্মানিক মেলে মাত্র ৫ হাজার ২৫০ টাকা। ইনসেনটিভ হিসেবে প্রাপ্য অর্থ সরকারি টালবাহানায় মাসের পর মাস বকেয়া পড়ে থাকে।
advertisement
advertisement
এই অবস্থায় দীর্ঘদিনের আন্দোলনের পর সম্প্রতি রাজ্য সরকার এই আশাকর্মীদের মোবাইলের জন্য মাথাপিছু ১০ হাজার টাকা বরাদ্দ করে। আশাকর্মীদের দাবি, সামান্য ওই বরাদ্দে যেমন কাজের উপযোগী মোবাইল ফোন কেনা সম্ভব নয়, তেমনই একই সঙ্গে দু’টি ফোনের সিম কার্ড রিচার্জের সামর্থ্যও তাঁদের নেই। এই পরিস্থিতিতে রাজ্যের তরফে প্রত্যেককে মোবাইল কেনার জন্য চাপ দেওয়া হচ্ছে। অবিলম্বে এই চাপ বন্ধ, সিম কার্ড রিচার্জের জন্য অর্থ প্রদান ও সাম্মানিক বৃদ্ধির দাবিতে বাঁকুড়ার জেলাশাসকের দফতরে বিক্ষোভে ফেটে পড়েন আশাকর্মীরা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ASHA Workers: মোবাইলের জন্য সরকারি বরাদ্দ নিয়ে বেকায়দায় আশাকর্মীরা! বাঁকুড়ায় জেলাশাসকের দফতর ঘেরাও করে বিক্ষোভ, দাবি না মানলে কাজ বন্ধের হুঁশিয়ারি
Next Article
advertisement
ভারতের হামলার ৬ মাস পরেও পাকিস্তানের যা হাল! মেরামত চলছে সামরিক ঘাঁটিগুলিতে...স্যাটেলাইট চিত্রে ধরা পড়ল গোপন সত্যি!
অপারেশন সিঁদুরের ৬ মাস পরেও পাকিস্তানের যা হাল! স্যাটেলাইট চিত্রে ধরা পড়ল গোপন সত্যি
  • নতুন উপগ্রহচিত্রে দেখা গেছে, ভারতের হামলার ছয় মাস পরও পাকিস্তানের নুর খান এয়ারবেসে মেরামত চলছে.

  • জেকবাবাদ এয়ারবেসের উপগ্রহচিত্রে দেখা গেছে, ভারতীয় আক্রমণে ক্ষতিগ্রস্ত হ্যাঙ্গারের মেরামত এখনও চলছে.

  • ২০২৫ সালের মে মাসে ভারত অপারেশন সিঁদুর শুরু করে, পাকিস্তানের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলিকে লক্ষ্য করে.

VIEW MORE
advertisement
advertisement