South Dinajpur: দীর্ঘদিনের অপেক্ষার অবসান! দক্ষিণ দিনাজপুরবাসী পেল ৩টি ঝাঁ চকচকে নতুন রাস্তা, উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
South Dinajpur News: স্থানীয় বিধায়ক ও রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র এদিন তিনটি নতুন রাস্তার উদ্বোধন করেন। এই রাস্তাগুলি নির্মাণে মোট বরাদ্দকৃত অর্থের পরিমাণ প্রায় ৩ কোটি ১২ লক্ষ টাকা। বিধায়ক রাস্তা সংক্রান্ত দীর্ঘদিনের দাবি পূরণ করায় গ্রামবাসীরা খুশি।
দক্ষিণ দিনাজপুর, সুজন সূত্রধরঃ বাঙালির বারো মাসে তেরো পার্বণ। দুর্গাপুজো থেকে শুরু করে জগদ্ধাত্রী পুজো, একে একে সব উৎসব মিটেছে। এখন কার্তিক পুজো নিয়ে মেতে উঠেছে মানুষ। এই আবহে দক্ষিণ দিনাজপুরে তিনটি গুরুত্বপূর্ণ নতুন রাস্তার উদ্বোধন হল। উৎসবের মরশুমেই এলাকাবাসী যেন ‘উপহার’ পেল।
দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের পুন্ডরী গ্রাম পঞ্চায়েতে তিনটি গুরুত্বপূর্ণ নতুন রাস্তার উদ্বোধন করেন হরিরামপুর বিধানসভার বিধায়ক ও রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র। মঙ্গলবার ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে তিনটি রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
আরও পড়ুনঃ শীত পড়তেই বিদেশি অতিথিরা হাজির! রঙিন ডানায় ভরল জলপাইগুড়ির আকাশ, এক ঝলক দেখতে আট থেকে আশির ভিড়
তিনটি রাস্তা নির্মাণে মোট বরাদ্দকৃত অর্থের পরিমাণ প্রায় ৩ কোটি ১২ লক্ষ টাকা। জানা গিয়েছে,পুন্ডরী গ্রাম পঞ্চায়েতের পান্না পুকুর প্রাথমিক বিদ্যালয় থেকে হাজরাপুকুর পর্যন্ত প্রায় ২.৪০ কিলোমিটার, পুন্ডরী উচ্চ বিদ্যালয় থেকে ভাঙা দিঘী পর্যন্ত ২.১০ কিলোমিটার এবং কুতুবপুর থেকে কেশরাইল পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তার উদ্বোধন করা হয় এদিন।
advertisement
advertisement
জানা যাচ্ছে, ওই তিন রাস্তার দাবি আজকের নয়। দীর্ঘদিন ধরে এই দাবি ছিল। এলাকার বিধায়ক সেই দাবি পূরণ করায় গ্রামবাসীরা খুশি। এদিনের রাস্তা উদ্বোধনে রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র ছাড়াও স্থানীয় তৃণমূল নেতারা উপস্থিত ছিলেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Dakshin Dinajpur,West Bengal
First Published :
November 18, 2025 6:31 PM IST

