7 Feet Kalar Kandi: কলা গাছের থেকেও বড় কলার কাঁদি! ৭ ফুটের কলার কাঁদিতে ১০০০ কলা, রইল ফটো
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
7 Feet Kalar Kandi: গাছের থেকে কলার কাঁদি বড়! ৬০ ফুট উচ্চতার কলার কাঁদি ফলিয়ে নদিয়ার এই ব্যক্তি দিলেন চমক
শান্তিপুর: নদিয়ার শান্তিপুরে নজিরবিহীন চমক। নিরঞ্জন সরকার নামে এক প্রবীণ ব্যক্তি নিজের বাড়ির বাগানে এমন এক কলা গাছ ফলিয়েছেন, যার কাঁদি প্রায় সাত ফুট লম্বা এবং তাতে হয়েছে এক হাজারেরও বেশি কলা। আশ্চর্যের বিষয় গাছের উচ্চতার তুলনায় কাঁদিটি এতটাই বড় যে মাটিতে আলাদা গর্ত কেটে জায়গা তৈরি করতে হয়েছে কাঁদিকে নীচে নামিয়ে দেওয়ার জন্য।
advertisement
advertisement
এই কলার বিশেষত্ব এর স্বাদেও। ছোট আকারের এই কলাগুলি ভীষণ মিষ্টি ও খেতে সুস্বাদু। কাঁদির উপরের দিক থেকে কলার পাক ধীরে ধীরে নীচের দিকে ছড়ায় এবং সময়ের সঙ্গে পুরো কাঁদিটি পেকে যায়। পরিচর্যার ক্ষেত্রেও বিশেষ কোনও জটিলতা নেই কেবল গোবর সার দিলেই গাছটি ভালোভাবে বেড়ে ওঠে। কোনও অতিরিক্ত রাসায়নিক সার বা ওষুধ ব্যবহার করতে হয়নি বলে জানান নিরঞ্জনবাবু।
advertisement
advertisement
advertisement
