Sheikh Hasina: ছেলের বিদেশে বিজনেস...মেয়ে WHO-এর কর্তা! শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পরে অন্যভাবে সাজা পেল মেয়েও, আর ছেলে?
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
২০২৪ সালের জুলাই বিপ্লবের পরে হাসিনা দেশছাড়া হওয়া ইস্তক মায়ের হয়ে বিদেশ থেকেই সুর চড়াতে দেখা গিয়েছে সাজীব ওরফে জয়কে৷ এই জয়ের বিরুদ্ধেও একবার ৩০০ মিলিয়ন ডলারের রহস্যজনক ব্যাঙ্ক ট্রান্সডাকশন ঘিরে অভিযোগ তুলেছিল এফবিআই৷ ২০১৬ সালের সেই ঘটনাকে অবশ্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেছিলেন জয়৷
গত সোমবারই রায় ঘোষণা করেছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল৷ জুলাই বিপ্লবের সময়কালে গণহত্যার অভিযোগে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা শেখ মুজিবরের কন্যা শেখ হাসিনা৷ বর্তমানে যিনি ভারতে নির্বাসনের দিন কাটাচ্ছেন৷ বাংলাদেশে রায় ঘোষণার পরে মনে করা হচ্ছে, এবার হাসিনাকে সে দেশের প্রত্যর্পণের জন্য জোরাল দাবি জানাতে পারে মহম্মদ ইউনূসের সরকার৷
advertisement
advertisement
শেখ হাসিনার মেয়ে৷ নাম সাইমা ওয়াজেদ৷ পেশায় সাইকোলজিস্ট৷ নিউরোডেভলপমেন্টাল নিয়ে তাঁর কাজের জন্য বিশ্বসংসারে তিনি সুপরিচিত৷ ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে তিনি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (হু)-এর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক ডিরেক্টরের দায়িত্ব পালন করে আসছেন৷ বর্তমানে সেই সূত্রেই দিল্লিতে থাকেন তিনি৷ কিন্তু, সেখানেও দেখা দিয়েছে সমস্যা...
advertisement
শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা করার পরে সাজা নেমে এসেছে ৫৩ বছরের সাইমার উপরেও৷ WHO জানিয়ে দিয়েছে, সাইমা ওয়াজেদকে বর্তমানে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠিয়েছে দিয়েছেন তাঁরা৷ কারণ, সাইমার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ এনেছিল বাংলাদেশের দুর্নীতি বিরোধী কমিশন৷ তার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে৷
advertisement
advertisement
সাজীবকেই হাসিনার পরবর্তী রাজনৈতিক উত্তরসূরী হিসাবে মনে করা হয়৷ ২০২৪ সালের জুলাই বিপ্লবের পরে হাসিনা দেশছাড়া হওয়া ইস্তক মায়ের হয়ে বিদেশ থেকেই সুর চড়াতে দেখা গিয়েছে সাজীব ওরফে জয়কে৷ এই জয়ের বিরুদ্ধেও একবার ৩০০ মিলিয়ন ডলারের রহস্যজনক ব্যাঙ্ক ট্রান্সডাকশন ঘিরে অভিযোগ তুলেছিল এফবিআই৷ ২০১৬ সালের সেই ঘটনাকে অবশ্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেছিলেন জয়৷
