Digha: দিঘায় যাওয়ার খরচ কমল এক ধাক্কায়! হলদিয়া-দিঘা সরকারি বাস পরিষেবা আবার চালু, জানুন কত ভাড়া, কোথায় স্টপেজ

Last Updated:
দিঘা-মন্দারমণি ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকলে ভরসা ছিল ট্রেন বা বেশি টাকা দিয়ে ভাড়া করা গাড়ি। এ বারে সেই সমস্যা ঘুচে যাওয়ায় খুশি হলদিয়াবাসী। 
1/6
শিল্প শহর থেকে সৈকত শহর যাতায়াতে আরও সুবিধা হবে! দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন ব্যবস্থার উদ্যোগে চালু হচ্ছে বাস। জেলার তমলুক থেকে হলদিয়া, কাঁথি থেকে দিঘা সব এলাকার মানুষের যাতায়াতের সুবিধা বাড়বে! (ছবি ও তথ্য: সৈকত শী)
শিল্প শহর থেকে সৈকত শহর যাতায়াতে আরও সুবিধা হবে! দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন ব্যবস্থার উদ্যোগে চালু হচ্ছে বাস। জেলার তমলুক থেকে হলদিয়া, কাঁথি থেকে দিঘা সব এলাকার মানুষের যাতায়াতের সুবিধা বাড়বে!(ছবি ও তথ্য: সৈকত শী)
advertisement
2/6
কোভিডের সময়ে বন্ধ হয়ে গিয়েছিল হলদিয়া-দিঘা সরকারি বাস পরিষেবা। পরিবহণ দফতরের দাবি ছিল, কোভিডের পরে ওই রুটে খুব বেশি যাত্রী না-হওয়ায় বাস তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ক্ষতির মুখে পড়েছিল দফতর। কিন্তু দফতরে একাধিক চিঠি আসার পরে আবারও ওই রুটে বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোভিডের সময়ে বন্ধ হয়ে গিয়েছিল হলদিয়া-দিঘা সরকারি বাস পরিষেবা। পরিবহণ দফতরের দাবি ছিল, কোভিডের পরে ওই রুটে খুব বেশি যাত্রী না-হওয়ায় বাস তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ক্ষতির মুখে পড়েছিল দফতর। কিন্তু দফতরে একাধিক চিঠি আসার পরে আবারও ওই রুটে বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
3/6
হলদিয়া থেকে দিঘার দূরত্ব প্রায় ১২৫ কিলোমিটার। দিঘা যাওয়ার জন্য সরাসরি কোনও বাসের যোগাযোগ ছিল না। কোভিড পরিস্থিতির আগে হলদিয়া থেকে দু'টি বাস নিয়মিত দিঘায় আসা-যাওয়া করত। দুই এলাকার বহু মানুষ হলদিয়া-কাঁথি নিত্য যাতায়াত করেন। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার তরফে বাস দু'টি বন্ধ করে দেওয়ার ফলে ঘুরপথে যাতায়াত করতে হচ্ছিল।
হলদিয়া থেকে দিঘার দূরত্ব প্রায় ১২৫ কিলোমিটার। দিঘা যাওয়ার জন্য সরাসরি কোনও বাসের যোগাযোগ ছিল না। কোভিড পরিস্থিতির আগে হলদিয়া থেকে দু'টি বাস নিয়মিত দিঘায় আসা-যাওয়া করত। দুই এলাকার বহু মানুষ হলদিয়া-কাঁথি নিত্য যাতায়াত করেন। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার তরফে বাস দু'টি বন্ধ করে দেওয়ার ফলে ঘুরপথে যাতায়াত করতে হচ্ছিল।
advertisement
4/6
ফলে হলদিয়া সহ আশেপাশের এলাকার মানুষের দিঘা-মন্দারমণি ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকলে ভরসা ছিল ট্রেন বা বেশি টাকা দিয়ে ভাড়া করা গাড়ি। অন্যদিকে দিঘা বা কাঁথি থেকে শিল্প শহরে আসার জন্য ঘুরপথে আসতে হতো। এ বারে সেই সমস্যা ঘুচে যেতে চলেছে।
ফলে হলদিয়া সহ আশেপাশের এলাকার মানুষের দিঘা-মন্দারমণি ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকলে ভরসা ছিল ট্রেন বা বেশি টাকা দিয়ে ভাড়া করা গাড়ি। অন্যদিকে দিঘা বা কাঁথি থেকে শিল্প শহরে আসার জন্য ঘুরপথে আসতে হতো। এ বারে সেই সমস্যা ঘুচে যেতে চলেছে।
advertisement
5/6
দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার হলদিয়া ডিপো সূত্রের খবর, ১৯ নভেম্বর, বুধবার থেকে এই পরিষেবা চালু হবে। আর বাস চালু হওয়ার খবরে খুশি হলদিয়া বাসী। হলদিয়ার বাসিন্দা তথা হলদিয়া পেট্রোল কেমিক্যাল এর ইঞ্জিনিয়ার পবিত্র দাস জানান,
দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার হলদিয়া ডিপো সূত্রের খবর, ১৯ নভেম্বর, বুধবার থেকে এই পরিষেবা চালু হবে। আর বাস চালু হওয়ার খবরে খুশি হলদিয়া বাসী। হলদিয়ার বাসিন্দা তথা হলদিয়া পেট্রোল কেমিক্যাল এর ইঞ্জিনিয়ার পবিত্র দাস জানান, "কাঁথি বা দিঘা যেতে হলে নন্দকুমার থেকে আবার বাসে উঠতে হত। দীঘা বেড়াতে যাওয়ার কথা ভাবলেই ট্রেন বা গাড়ি ভাড়া করতে হত। এই বাস চলাচল শুরু হচ্ছে ফলে হলদিয়া থেকে দিঘা বা দিঘা থেকে হলদিয়া যাতায়াত সুবিধা হবে।"
advertisement
6/6
হলদিয়ার বাস ডিপো থেকে সিটি সেন্টার হয়ে প্রথমে মঞ্জুশ্রী পৌঁছবে ওই বাস। তারপরে হলদিয়া টাউনশিপ হয়ে দিঘার উদ্দেশে রওনা দেবে। সকাল ৭টা ৪৫-এ মঞ্জুশ্রী মোড় থেকে এবং ৮টা ১৫ মিনিটে টাউনশিপ সেন্ট্রাল বাসস্ট্যান্ড থেকে বাসটি ছাড়বে। আবার, বিকেল ৪টা ১০-এ দিঘা থেকে হলদিয়ার উদ্দেশে রওনা দেবে ওই বাস। (ছবি ও তথ্য: সৈকত শী)
হলদিয়ার বাস ডিপো থেকে সিটি সেন্টার হয়ে প্রথমে মঞ্জুশ্রী পৌঁছবে ওই বাস। তারপরে হলদিয়া টাউনশিপ হয়ে দিঘার উদ্দেশে রওনা দেবে। সকাল ৭টা ৪৫-এ মঞ্জুশ্রী মোড় থেকে এবং ৮টা ১৫ মিনিটে টাউনশিপ সেন্ট্রাল বাসস্ট্যান্ড থেকে বাসটি ছাড়বে। আবার, বিকেল ৪টে ১০-এ দিঘা থেকে হলদিয়ার উদ্দেশে রওনা দেবে ওই বাস। (ছবি ও তথ্য: সৈকত শী)
advertisement
advertisement
advertisement