Kaushiki Amavasya 2022| Tarapith Temple|| কৌশিকী অমাবস্যায় দিনভর কেমন দেখতে লাগছিল তারাপীঠ মন্দির, পাখির চোখে দেখুন

Last Updated:

Tarapith Drone view on Kaushiki Amavasya 2022: তারাপীঠে যারা আসেন তারা মূলত সরাসরি তারা মায়ের দর্শন করার সুযোগ পেলেও মন্দির এবং কৌশিকী অমাবস্যায় তা ড্রোন চিত্রের মাধ্যমে কেমন দেখায়, তা হয়তো অনেকেই দেখার সুযোগ পান না।

+
তারাপীঠ

তারাপীঠ

#বোলপুর: বীরভূমে যে সকল তীর্থক্ষেত্র রয়েছে তার মধ্যে অন্যতম এবং উল্লেখযোগ্য তীর্থক্ষেত্র তারাপীঠ। বছরের বিভিন্ন সময় দূর-দূরান্ত থেকে মানুষ এই শক্তিপীঠ, তন্ত্র পীঠে আসেন। পুণ্যার্থীরা ভিড় জমান এবং মায়ের দর্শন ও পুজো দেন। বছরভর তারাপীঠে পুণ্যার্থীদের আগমণ হলেও এখানকার প্রধান উৎসব হিসাবে ধরা হয়ে থাকে কৌশিকী অমাবস্যা। এই কৌশিকী অমাবস্যায় সাধক বামাক্ষ্যাপা সিদ্ধি লাভ করেছিলেন বলে এই দিনটিতে দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা আসেন তারা মায়ের পুজো দিতে এবং পুণ্য লাভের জন্য।
তবে তারাপীঠে যারা আসেন তারা মূলত সরাসরি তারা মায়ের দর্শন করার সুযোগ পেলেও এই তারাপীঠ মন্দির এবং কৌশিকী অমাবস্যায় তা পাখির চোখে অর্থাৎ ড্রোন চিত্রের মাধ্যমে কেমন দেখায় তা হয়তো অনেকেই দেখার সুযোগ পান না। তবে এ বার এই সুযোগ হয়েছে। কৌশিকী অমাবস্যায় তারাপীঠের এই ড্রোন চিত্র ফুটে উঠেছে মূলত কৌশিকী অমাবস্যায় নিরাপত্তার জন্য যে সকল ড্রোনের ব্যবহার হয়েছিল তা থেকে। এই চিত্রতে তারাপীঠ মন্দির থেকে শুরু করে ওপর থেকে আগত পুণ্যার্থী এবং গোটা তারাপীঠ এলাকার চিত্র ফুটে উঠেছে। এক কথায় অভূতপূর্ব এই অদর্শনীয় চিত্র।
advertisement
আরও পড়ুনঃ 'ভোটের সময় তো হোটেলে অনেক কিছু হয়েছিল', বিজেপির বৈঠক নিয়ে বিস্ফোরক মমতা
করোনাকালে গত দু'বছর কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মন্দিরে পুণ্যার্থীদের অবাধ আগমনে বিধিনিষেধ জারি করা হয়েছিল। তবে এ বছর সেই বিধিনিষেধ তুলে নেওয়ার ফলে প্রথম থেকে আশা করা হচ্ছিল পাঁচ থেকে আট লক্ষ পুণ্যার্থী সমাগম ঘটবে। যদিও অমাবস্যা কেটে যাওয়ার পর দেখা যায় প্রত্যাশা অনুযায়ী পুণ্যার্থীদের সমাগম ঘটেনি। পুণ্যার্থীদের প্রত্যাশা অনুযায়ী সমাগম না ঘটার কারণে সেভাবে লাভের মুখ দেখতে পাননি এলাকার ব্যবসায়ী থেকে শুরু করে গণপরিবহনের সঙ্গে যুক্তরা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ভরদুপুরে কেঁপে উঠল শিলিগুড়ি-দার্জিলিং, আতঙ্কে ঘর ছেড়ে বাইরে ছুটলেন বাসিন্দারা
প্রসঙ্গত, চলতি বছর বিপুলসংখ্যক পূর্ণ্যার্থীদের আগমনের আশা করার পরিপ্রেক্ষিতে তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ এবং তারাপীঠ মন্দির কমিটির তরফ থেকে আগাম সবরকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। নিরাপত্তার জন্য রাখা হয়েছিল পাঁচের বেশি ড্রোন, গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গায় ওয়াচ টাওয়ার, মেডিক্যাল টিম, ডুবুরি, প্রায় ৩৫০ বেসরকারি নিরাপত্তারক্ষী ও বীরভূম জেলা পুলিশের কয়েকশ পুলিশকর্মী। এ ছাড়াও আগত পুণ্যার্থীদের পানীয় জলের বন্দোবস্ত করা হয়েছিল। তবে এত সকল ব্যবস্থা সত্ত্বেও প্রত্যাশিতভাবে পুণ্যার্থীদের আগমন না হওয়ার কারণ হিসেবে মনে করা হচ্ছে করোনাভীতি, করোনা পরবর্তীতে মানুষের হাতে আর্থিক যোগানের সমস্যা ইত্যাদি।
advertisement
Madhab Das
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kaushiki Amavasya 2022| Tarapith Temple|| কৌশিকী অমাবস্যায় দিনভর কেমন দেখতে লাগছিল তারাপীঠ মন্দির, পাখির চোখে দেখুন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement