Mamata Banerjee|| 'ভোটের সময় তো হোটেলে অনেক কিছু হয়েছিল', বিজেপির বৈঠক নিয়ে বিস্ফোরক মমতা
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Mamata Banerjee comment on BJP Meeting: আজ নানা ইস্যুতে বিরোধী শিবিরকে নজিরবিহীন আক্রমণ শানান তৃণমূল সুপ্রিমো। সোমবার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকে বিরোধীদের তুলোধনা করেন মমতা।
#কলকাতাঃ বঙ্গ বিজেপি আয়োজিত তিনদিনের প্রশিক্ষণ শিবির 'মন্থন' নিয়ে বিস্ফোরক তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সোমবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চে দাঁড়িয়ে মমতা হুঙ্কার দিয়ে বলেন, "ভোটের সময় তো হোটেলে অনেক কিছু হয়েছিল। এখন মন্থনের নামে কি হচ্ছে? আমি জেলে থাকলেও, সব ভেঙে দেব।"
মমতা আরও বলেন, "ভারত সরকার বলেছে আমরা ১০০ দিনের কাজে সেরা৷ কিন্তু টাকা তুমি দিচ্ছ না। গ্রাম সড়কে, বাংলার বাড়িতেও টাকা বন্ধ করে দিয়েছে। ইডি, সিবিআই দিয়ে লোকের বাড়ি বাড়ি টাকা লুট করেছে। আর সরকারের টাকা দিয়ে বৈদিক ভিলেজে কটেজে মন্থন বৈঠক করছে।"
আরও পড়ুনঃ 'পার্থ-অনুব্রত-ববি চোর, আর আপনারা সাধু!', গ্রেফতারির পর এই প্রথম মমতার মুখে পার্থর নাম
এ দিন নানা ইস্যুতে বিরোধী শিবিরকে নজিরবিহীন আক্রমণ শানান তৃণমূল সুপ্রিমো। সোমবার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকে বিরোধীদের তুলোধোনা করেন মমতা। দলের বিরুদ্ধে দুর্নীতি ইস্যুতে একের পর এক বিরোধী শিবিরের আক্রমণের এক অর্থে জবাব ছুড়ে দিয়েছেন। দুর্নীতির সঙ্গে তাঁর ও তাঁর দলের বহুদূর পর্যন্ত কোনও যোগ নেই বলেই দাবি তৃণমূল সুপ্রিমোর।
advertisement
advertisement
এ দিন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ''বড় বড় কথা। আমি রাজনীতিতে এসেছি সমাজসেবা করব বলে। কয়েকটা ভাড়া করা, চোর ধাপ্পাবাজ নেতাদের সাহায্যে মমতা বন্দোপাধ্যায়ের গায়ে কালি ছেটাও। বিজেপি দল এই আট বছরে দেশটাকে বারোটা বাজিয়েছে। কোটি কোটি টাকা দিয়ে নিজেদের ভান্ডার ভরাচ্ছে।''
আবীর ঘোষাল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 29, 2022 2:48 PM IST