'পার্থ-অনুব্রত-ববি চোর, আর আপনারা সাধু!', গ্রেফতারির পর এই প্রথম মমতার মুখে পার্থর নাম
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Mamata Banerjee: অনুব্রত মণ্ডলের পাশে সরাসরি দাঁড়ালেও এদিনই প্রথম পার্থ চট্টোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
#কলকাতা: তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশে বক্তব্য রাখতে উঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে উঠে এল পার্থ চট্টোপাধ্যায়ের নাম। ইডি-র হাতে গ্রেফতারির পর এর আগে পর্যন্ত পার্থর নাম মুখে আনেননি মমতা। কিন্তু মেয়ো রোডের সভা থেকে এদিন কেন্দ্রকে আক্রমণ শানাতে গিয়ে মমতার মুখে উঠে এল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর কথাও। তিনি বলেন, ''পার্থ-অনুব্রত-ববি চোর, আর আপনারা সাধু!'' এর আগে অনুব্রতর পাশে সরাসরি দাঁড়ালেও এদিনই প্রথম পার্থর পাশে দাঁড়ালেন তৃণমূল নেত্রী।
যদিও এরপরই তিনি বলেন, ''পার্থ চট্টোপাধ্যায়ের দোষ হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকে আনবে, ববির কিছু হল, মমতা বন্দ্যোপাধ্যায়ের ডেকে আনবে। এখনও কিছু প্রমাণ হয়নি, বিচার চলছে। কিন্তু বিচারব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা চলছে।''
advertisement
মমতার কথায়, ''ইডি-সিবিআই-কে আমি সম্মান করি। কিন্তু কিছু কিছু ইডি-সিবিআই আধিকারিকও দুর্নীতিতে যুক্ত। আমাদের পুলিশকে দিল্লি কিছু করতে গেলে আইনি লড়াইয়ে যাব। আমরা খেয়াল রাখছি, লিস্ট তৈরি রাখছি। আমাকেও চোর বলা হচ্ছে, কিন্তু ''
advertisement
এদিন রুদ্রমূর্তি ধারণ করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ''বড় বড় কথা। আমি রাজনীতিতে এসেছি সমাজসেবা করব বলে। কয়েকটা ভাড়া করা, চোর ধাপ্পাবাজ নেতাদের সাহায্যে মমতা বন্দোপাধ্যায়ের গায়ে কালি ছেটাও। বিজেপি দল এই আট বছরে দেশটাকে বারোটা বাজিয়েছে। কোটি কোটি টাকা দিয়ে নিজেদের ভান্ডার ভরাচ্ছে।''
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 29, 2022 1:48 PM IST