Suvendu Adhikari | Soumendu Adhikari: ফের থানায় শুভেন্দুর ভাই সৌমেন্দু! পারদ চড়ছে কাঁথিতে, রক্ষাকবচ অবশ্য রয়েছে
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Suvendu Adhikari | Soumendu Adhikari: কাঁথি পুরসভার দু’বারের পুরপ্রধান ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী।
#কাঁথি: পুলিশের কাছে হাজিরা দিতে সোমবার ফের কাঁথি থানায় সৌমেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী ফের হাজিরা দিতে যান কাঁথি থানায়। শুক্রবারের পর আজ ফের সৌমেন্দু অধিকারী ঢুকলেন কাঁথি থানায়। তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় জওয়ানরা। যদিও সৌমেন্দু অধিকারী সুপ্রিম কোর্টের নির্দেশে রক্ষাকবচ রয়েছে। পুলিশ তদন্ত করতে পারবে, গ্রেফতার কোনওমতে করতে পারবে না।
প্রসঙ্গত, কাঁথি পুরসভার দু’বারের পুরপ্রধান ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। পুরপ্রধান থাকাকালীন একাধিক দুর্নীতির অভিযোগ ওঠে। একের পর এক মামলা দায়ের করে তদন্ত শুরু করে কাঁথি থানার পুলিশ। কাঁথি পুরসভার শ্মশানে স্টল দুর্নীতি মামলা, সারদা লক্ষ লক্ষ টাকা দুর্নীতি, ত্রিপল চুরি মামলা একাধিক মামলা দায়ের হয়।
advertisement
advertisement
পুলিশ সৌমেন্দু অধিকারীকে গ্রেফতার ও জিজ্ঞাসাবাদ চালানোর চেষ্টা করলেও, তা সম্ভব হয়ে ওঠেনি। হাইকোর্টের রক্ষাকবচদের ভিত্তিতে বরাবর এড়িয়ে যান। প্রসঙ্গত, কাঁথি শ্মশানের জন্য বরাদ্দ জায়গায় জোর করে দোকান নির্মাণের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে হাইকোর্টে একটি মামলা চলছে। সৌমেন্দুর বিরুদ্ধে তিনটি এফআইআর দায়ের হয়েছিল। গত ১১ অগস্ট কলকাতা হাইকোর্টের একটি অন্তবর্তীকালীন নির্দেশে রক্ষাকবচ পান তিনি।
advertisement
তার মাঝে কাঁথি থানার পুলিশ তাঁকে ডেকে পাঠান। এরপর ২৯ সেপ্টেম্বর সেই সমনের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হন সৌমেন্দু। সে সময় বিচারপতি রাজাশেখর মান্থা তাঁকে ফের রক্ষাকবচ দেন। দশমীর পর তাঁকে ফের তদন্তকারীরা ডাকতে পারবেন বলে আদালতের তরফে জানানো হয়। দ্বাদশীতেই প্রথম কাঁথি থানায় হাজিরা দেন সৌমেন্দু। আজ দ্বিতীয় দিন হাজিরা দিলেন তিনি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
October 10, 2022 2:34 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Suvendu Adhikari | Soumendu Adhikari: ফের থানায় শুভেন্দুর ভাই সৌমেন্দু! পারদ চড়ছে কাঁথিতে, রক্ষাকবচ অবশ্য রয়েছে