ঝাঁকে ঝাঁকে পাখি! শীতের মরশুমে কিচিরমিচির মন ভরাবে আপনার...চলে আসুন পরিযায়ীদের ভিড়ে!

Last Updated:

সুন্দরবনের সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করতে কলকাতা থেকে কয়েক কিলোমিটার দূরে একদিনের হাতে সময় নিয়ে বোর্ডে থেকে শুরু করে সুন্দরবনের জঙ্গল মনোরম পরিবেশ একদম হাতের নাগালে খুব কাছ থেকে সুন্দরবন দর্শন করতে ঘুরে আসতে পারেন পাখিরালয়।

+
পাখিরালয়ে

পাখিরালয়ে পরিযায়ীদের ভিড়

দক্ষিণ ২৪ পরগনা: প্রতিদিন অফিস করে করে শরীর মন অবসন্ন। ক্যালেন্ডার বলছে উৎসবের মরশুম চলছে। শরীরের থেকেও মন বেশি ক্লান্ত। এই ক্লান্তি কাটানোর একটা দাওয়াই দিতে পারি। বেড়াতে যাওয়ার প্ল্যান করুন। সঙ্গী কিংবা বন্ধুবান্ধব যেই সঙ্গে থাকুক না কেন, হাওয়া বদল করুন। উইকেন্ড হোক বা পুজোর ছুটি সোজা ঘুরে আসুন মনের মতো জায়গা থেকে।
খুব কম খরচে জঙ্গল ঘেষা নদী এই সুন্দরবন মন কাড়ে সবার। শুধু বাঘ বা হরিণ নয়, সুন্দরবনের সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করতে কলকাতা থেকে কয়েক কিলোমিটার দূরে একদিনের হাতে সময় নিয়ে ঘুরে আসতে পারেন পাখিরালয়। শীতকালে সারা মাস সুন্দরবনে পর্যটন কেন্দ্রে ভিড় বাড়ে পর্যটকদের।
আরও পড়ুন- অধ্যাপকের সঙ্গে লিফটে ‘একা’, নেমেই প্রাণপণ ছুট ছাত্রীর! কী হল তাঁর সঙ্গে…শিউরে উঠবেন!
মাতলা নদীর পাড়েও চলছে পিকনিকের দেদার আসর। মানুষের যাতায়াত বেড়ে যাওয়ায়। সুন্দরবনের এই সমস্ত পাখিরালয় এলাকার পর্যটন কেন্দ্রে গুলিতে রাত্রিবাস করে এই খেয়াঘাটে চলে আসেন পর্যটকরা। তারপর বেরিয়ে পড়েন সুন্দরবনের বনি ক্যাম্প, কলস ক্যাম্প বা দো বাঁকি ঘুরে সজনেখালি, সুধন্যখালি দেখার উদ্দেশ্যে। বোট বা লঞ্চে করে যাওয়ার পথে একবার বাঘের দেখা পাওয়া গেলে তাঁদের বাড়তি আনন্দ।
advertisement
advertisement
কিন্তু সুন্দরবন গেলেই যে বাঘের দেখা মিলবে, এমন ভাগ্য সবার থাকে না। তবে, এই শীতে পাখিরালয় গেলে দেখা মিলতে পারে বিভিন্ন জীবজন্তুর, বিশেষত পাখির। আর ভাগ্য সহায় হলে বাঘও দেখতে পাবেন। সুন্দরবনের সবুজে ঘেরা দ্বীপগুলোর মধ্যে অন্যতম পাখিরালয়। এখানেই রয়েছে পাখিরালয় বন্যপ্রাণ অভয়ারণ্য।
advertisement
ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে অজস্র পাখির দেখা মিলবে এই পাখিরালয়ে। তার সঙ্গে দেখতে পাবেন হরিণ, বুনো শূকর, বাঁদর। কখনও-সখনও রয়েল বেঙ্গলেরও দেখা মিলতে পারে এখানে। তবে, আপনি ইচ্ছেমতো এই অভয়ারণ্যে ঘুরে বেড়াতে পারবেন না। জঙ্গলের কোর এলাকায় পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ। বাফার এলাকায় যেমন খুশি ঘুরতে পারেন এবং দেখা পেতে পারেন বন্যজন্তুর। কিংবা ওয়াচ টাওয়ারে বসেও জঙ্গলের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন।
advertisement
সুমন সাহা
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ঝাঁকে ঝাঁকে পাখি! শীতের মরশুমে কিচিরমিচির মন ভরাবে আপনার...চলে আসুন পরিযায়ীদের ভিড়ে!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement