অধ্যাপকের সঙ্গে লিফটে 'একা', নেমেই প্রাণপণ ছুট ছাত্রীর! কী হল তাঁর সঙ্গে...শিউরে উঠবেন!
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Delhi News:ছাত্রীর অভিযোগ, প্রফেসর তার সঙ্গে লিফটে অশ্লীল আচরণ করেছেন। ওই নাবালিকা ছাত্রী ডিনের অফিসে পৌঁছে প্রফেসরের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ এনেছে। কলেজের অভ্যন্তরীণ অভিযোগ কমিটিতে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করেছে সে।
advertisement
গত এক মাস ধরে দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনে (DU) একটি কলেজে এই নিয়ে তোলপাড় চলছে। দিল্লির রামজস কলেজে এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে অখিল ভারতীয় ছাত্র পরিষদ এখন একটি মোর্চা খুলেছে। আসলে, দিল্লির রামজস কলেজে এক প্রফেসর, লিফট, ফোন কল এবং এক নাবালিকার বিষয়ে যে খবর শোনা গিয়েছে, তা খুবই বিভ্রান্তিকর।
advertisement
advertisement
advertisement
advertisement
অন্যদিকে, ছাত্রীর অভিযোগে বলা হয়েছে, "২ ডিসেম্বর, বাণিজ্য বিভাগের প্রফেসর লিফটে অশ্লীল কথা বলেন এবং তারপর অশ্লীল আচরণ শুরু করেন। পরে তিনি আমাকে হুমকি দেন যে, কাউকে বললে আমার পরিণতি খুব খারাপ হবে। আমি প্রফেসরের আচরণে ক্ষুব্ধ হয়ে প্রধানের অফিসে পৌঁছে তাঁকে এই ব্যাপারে জানিয়েছিলাম।" ছাত্রীরা বলছেন, এর আগেও প্রফেসরের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছিল। প্রফেসর ক্লাসে বিষয়ের বাইরে অশ্লীল কথা বলেন বলে অভিযোগ।
advertisement
এখন রামজস কলেজের এই ঘটনা আরও বড় আকার ধারণ করছে। বুধবার, ABVP যৌন হেনস্থার অভিযোগে অভিযুক্ত প্রফেসরের দ্রুত বরখাস্তের দাবি করেছে। এছাড়াও, ABVP দিল্লি বিশ্ববিদ্যালয়ের ডিন এবং সহ-ডিন (ছাত্রকল্যাণ) অফিসকে বুধবার তালাবন্ধ করে দিয়েছে। ABVP ক্ষতিগ্রস্ত ছাত্রীর সমর্থনে DSW অফিসের বাইরে এক জমায়েত আন্দোলন শুরু করেছে।