Forest Satyagraha: লবণ সত্যাগ্রহ আন্দোলনের আদলে এবার ফরেস্ট সত্যাগ্রহ! বাংলার বুকে নতুন আন্দোলন, কেন! জেনে নিন পুরো গল্প
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Forest Satyagraha: লবণ সত্যাগ্রহ আন্দোলনের আদলে এবার ফরেস্ট সত্যাগ্রহ!
দক্ষিণ ২৪ পরগনা: ইতিহাসে শুনেছিলেন লবণ সত্যাগ্রহ। সেই আন্দোলনের ধাঁচে এবার শুরু হল সুন্দরবন ফরেস্ট সত্যাগ্রহ। ‘জল বাঁচাও, মাছ বাঁচাও, মৎস্যজীবী বাচাঁও’! মৎস্যজীবীদের এই দাবিদাওয়া নিয়ে চলছে ফরেস্ট সত্যাগ্রহ। ডায়মন্ড হারবার থেকে শুরু হয়ে এক পদযাত্রা যাচ্ছে লোথিয়ান দ্বীপে। এই আন্দোলন সত্যাগ্রহে শতাধিক মৎস্যজীবীরা একত্রিত হয়েছেন।
দক্ষিণ ২৪ পরগনার দক্ষিণে বঙ্গোপসাগর, আর তার একেবারে গায়ে সুন্দরবন। এই বঙ্গোপসাগর ও সুন্দরবনের সংযোগস্থলে মৎস্যজীবীরা মাছ ও কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করেন।
advertisement
কিন্তু সাম্প্রতিক সময়ে মৎস্যজীবীরা সমস্যার মধ্যে পড়েছেন। অনেক ছোট মৎস্যজীবী যারা গভীর সমুদ্রে যেতে পারেন না। তারা উপকূলে মাছ ধরতে যান। কিন্তু সেখানে বন থাকায় বনবিভাগের পক্ষ থেকে মৎস্যজীবীদের উপর মাছ ধরার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়। যার জন্য এই কর্মসূচি চলছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ নিয়ে দক্ষিণ বঙ্গ মৎস্যজীবী ফোরামের পক্ষ থেকে মিলন দাস জানান, বিভিন্ন সময়ে মৎস্যজীবীরা হেনস্থার সম্মুখীন হচ্ছেন। সেই সমস্যাগুলি সমাধান করতে হবে। এই দাবিগুলি সকল মৎস্যজীবীদের বলে জানিয়েছেন তাঁরা। এই দাবি না মানা হলে ভবিষ্যতে আরও বড় আন্দোলনের পথে যেতে চাইছেন তাঁরা। তখন আরও অনেক মৎস্যজীবী তাতে অংশ নিতে পারেন।
advertisement
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 11, 2025 10:41 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Forest Satyagraha: লবণ সত্যাগ্রহ আন্দোলনের আদলে এবার ফরেস্ট সত্যাগ্রহ! বাংলার বুকে নতুন আন্দোলন, কেন! জেনে নিন পুরো গল্প