Forest Satyagraha: লবণ সত্যাগ্রহ আন্দোলনের আদলে এবার ফরেস্ট সত্যাগ্রহ! বাংলার বুকে নতুন আন্দোলন, কেন! জেনে নিন পুরো গল্প

Last Updated:

Forest Satyagraha: লবণ সত্যাগ্রহ আন্দোলনের আদলে এবার ফরেস্ট সত্যাগ্রহ!

+
ফরেস্ট

ফরেস্ট সত্যাগ্রহ 

দক্ষিণ ২৪ পরগনা: ইতিহাসে শুনেছিলেন লবণ সত্যাগ্রহ। সেই আন্দোলনের ধাঁচে এবার শুরু হল সুন্দরবন ফরেস্ট সত্যাগ্রহ। ‘জল বাঁচাও, মাছ বাঁচাও, মৎস্যজীবী বাচাঁও’! মৎস্যজীবীদের এই দাবিদাওয়া নিয়ে চলছে ফরেস্ট সত্যাগ্রহ। ডায়মন্ড হারবার থেকে শুরু হয়ে এক পদযাত্রা যাচ্ছে লোথিয়ান দ্বীপে। এই আন্দোলন সত্যাগ্রহে শতাধিক মৎস্যজীবীরা একত্রিত হয়েছেন।
দক্ষিণ ২৪ পরগনার দক্ষিণে বঙ্গোপসাগর, আর তার একেবারে গায়ে সুন্দরবন। এই বঙ্গোপসাগর ও সুন্দরবনের সংযোগস্থলে মৎস্যজীবীরা মাছ ও কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করেন।
advertisement
কিন্তু সাম্প্রতিক সময়ে মৎস্যজীবীরা সমস্যার মধ্যে পড়েছেন। অনেক ছোট মৎস্যজীবী যারা গভীর সমুদ্রে যেতে পারেন না। তারা উপকূলে মাছ ধরতে যান। কিন্তু সেখানে বন থাকায় বনবিভাগের পক্ষ থেকে মৎস্যজীবীদের উপর মাছ ধরার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়। যার জন্য এই কর্মসূচি চলছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ নিয়ে দক্ষিণ বঙ্গ মৎস্যজীবী ফোরামের পক্ষ থেকে মিলন দাস জানান, বিভিন্ন সময়ে মৎস্যজীবীরা হেনস্থার সম্মুখীন হচ্ছেন। সেই সমস্যাগুলি সমাধান করতে হবে। এই দাবিগুলি সকল মৎস্যজীবীদের বলে জানিয়েছেন তাঁরা। এই দাবি না মানা হলে ভবিষ্যতে আরও বড় আন্দোলনের পথে যেতে চাইছেন তাঁরা। তখন আরও অনেক মৎস্যজীবী তাতে অংশ নিতে পারেন‌।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Forest Satyagraha: লবণ সত্যাগ্রহ আন্দোলনের আদলে এবার ফরেস্ট সত্যাগ্রহ! বাংলার বুকে নতুন আন্দোলন, কেন! জেনে নিন পুরো গল্প
Next Article
advertisement
SIR Enumeration Form: এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দেওয়ার কোনও নথি লাগবে কি? নিয়ম জানাল কমিশন
এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দিতে কোন নথি লাগবে? সব জানাল কমিশন
  • এনুমারেশন ফর্ম নিয়ে গাইডলাইন কমিশনের৷

  • প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম৷

  • ফর্মে কী কী তথ্য দিতে হবে, জানাল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement