Success Story: দুর্গাপুরের গৃহবধূর তাক লাগানো বিজনেস আইডিয়া! অবসর সময়ে বানাচ্ছেন 'এইসব' জিনিস, চাহিদা বাড়তেই আসছে অঢেল টাকা

Last Updated:

Success Story: নামমাত্র টাকাতেই আপনিও এই ব্যবসায় সাবলম্বী হতে পারেন। দুর্গাপুর শিল্পাঞ্চলে এমন অনেক গৃহবধূ ইতিমধ্যেই এই ব্যবসায় স্বনির্ভর হয়ে উঠেছেন।

+
টেরাকোটা

টেরাকোটা সহ অক্সিডাইসের গয়না বানিয়ে সফল গৃহবধূ 

দুর্গাপুর, দীপিকা সরকার: হঠাৎই গৃহকর্তার সেরিব্রাল অ্যাটাক! জীবনে চলে আসে অনাকাঙ্ক্ষিত পঙ্গুত্ব। চিকিৎসা করেও স্বাভাবিক জীবনযাপন থেকে বঞ্চিত হয়ে পড়েন গৃহকর্তা। কাজ কর্ম বন্ধ হয়ে যাওয়ায় সংসারে শুরু হয় আর্থিক সংকট। এমন কঠিন পরিস্থিতিতে ছেলে মেয়ের পড়াশোনা-সহ সংসারের হাল ফেরাতে স্বনির্ভর হওয়ার স্বপ্ন দেখেন দুর্গাপুর শিল্পাঞ্চলের গৃহবধূ দীপ্তি দেবী। তিলে তিলে নিজের সঞ্চিত করা মাত্র পাঁচ হাজার টাকা নিয়ে শুরু করেন ব্যবসা। লাল মাটি দিয়েই নিজের হাতে অলঙ্কার তৈরি করতে শুরু করেন রোজগারের আশায়।
অনলাইন সহ স্থানীয় বাজার থেকে কাঁচামাল নিয়ে এসে বাড়িতে বসেই টেরাকোটার অলঙ্কার সহ ধীরে ধীরে অক্সিডাইজ ও জিঙ্ক জুয়েলারি বানাতে থাকেন। এলাকার স্থানীয় মেলা সহ দুর্গাপুরের হস্তশিল্প মেলা গুলিতে সেইসব জুয়েলারি বিক্রি করে আয়ের দিশা খুঁজে পান তিনি। সংসার এবং সন্তানদের সামলে কাজের অবসরে এই সমস্ত জুয়েলারি তৈরি করেন তিনি।
advertisement
আরও পড়ুন: দুর্গাপুরের গৃহবধূর তাক লাগানো বিজনেস আইডিয়া! অবসর সময়ে বানাচ্ছেন ‘এইসব’ জিনিস, চাহিদা বাড়তেই আসছে অঢেল টাকা
দীপ্তি দেবী জানান, প্রায় ২০ বছর আগে দুর্গাপুর স্টিল টাউনশিপের বাসিন্দা শশাঙ্কশেখর মন্ডলের সঙ্গে তাঁর বিবাহ হয়। শশাঙ্কবাবু বেসরকারি সংস্থায় প্রিন্টারের কাজে নিযুক্ত ছিলেন। তাঁদের একটি পুত্রসন্তান ও একটি কন্যাসন্তান রয়েছে।শশাঙ্কবাবুর পিতা দুর্গাপুর স্টিল প্ল্যান্টের কর্মী ছিলেন। শশাঙ্কবাবুর বিয়ের প্রায় কয়েক বছরের মধ্যেই তাঁর পিতা  অবসরপ্রাপ্ত হন। আর্থিকভাবে স্বচ্ছল সুন্দর একটি সংসারে ২০১৫ সালে হঠাৎই ঘটে যায় এক ভয়াবহ ঘটনা।
advertisement
advertisement
শারীরিক উচ্চ রক্ত চাপের কারণে সেরিব্রাল অ্যাটাকে আক্রান্ত হন শশাঙ্কবাবু, ফলে তাঁর শারীরিক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। রোজগারের রাস্তাও বন্ধ হয়ে যায়।
আরও পড়ুন: ৩ মাসেই লক্ষ টাকা! ধান, সবজি ছেড়ে পশ্চিম বর্ধমানের চাষিরা করছেন ‘এই’ চাষ, লাফিয়ে লাফিয়ে বাড়ছে লাভের অঙ্ক
তাঁর অবসরপ্রাপ্ত পেনশন ভোগী বৃদ্ধ পিতার ঘাড়ে গোটা পরিবার চালানোর চাপ পড়ে যায়। ঘটনার প্রায় বছর খানেক পরে দীপ্তি দেবী কাদা-মাটি দিয়ে নানান নক্সার টেরাকোটার গহনা তৈরি করতে শুরু করেন। সেই গহনাগুলি রঙিয়ে তুলে, রঙবেরঙের সুতো ও ধাগাতে জুড়ে মালা ও কানের দুল তৈরি করে বিক্রি করতে শুরু করেন। পরবর্তীকালে অক্সিডাইজ ও ক্লে ইত্যাদি দিয়ে জুয়েলারি তৈরি করে আয় করতে শুরু করেন।
advertisement
বর্তমানে তিনি ভালই আয় করছেন গয়না বিক্রয় করে।তাঁর সেই উপার্জিত অর্থ দিয়েই তিনি সংসারের পাশাপাশি ছেলেমেয়ের পড়াশোনার খরচও চালাচ্ছেন। তাঁর কন্যা অ্যানিমেশন নিয়ে ভিন জেলায় পড়াশোনা করছেন। দীপ্তি দেবীর মনোবল ও ইচ্ছেশক্তিই তাঁকে আজ সফল করে তুলেছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Success Story: দুর্গাপুরের গৃহবধূর তাক লাগানো বিজনেস আইডিয়া! অবসর সময়ে বানাচ্ছেন 'এইসব' জিনিস, চাহিদা বাড়তেই আসছে অঢেল টাকা
Next Article
advertisement
রবিবার সকাল ৬টা থেকে বন্ধ দ্বিতীয় হুগলি সেতু! ক'টা অবধি? যাতায়াতের বিকল্প রুট জানুন
রবিবার সকাল ৬টা থেকে বন্ধ দ্বিতীয় হুগলি সেতু! ক'টা অবধি? যাতায়াতের বিকল্প রুট জানুন
  • রবিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল বন্ধ থাকবে.

  • এই সময়ে যানবাহনের বিকল্প রুট হিসেবে হাওড়া সেতু ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে.

  • সেতুর সাসপেনশন কেবল, রোড সারফেস ও লাইটিং সিস্টেমের পরিদর্শন ও সংস্কার কাজ চলবে.

VIEW MORE
advertisement
advertisement