Business Idea: দুর্গাপুরের গৃহবধূর তাক লাগানো বিজনেস আইডিয়া! অবসর সময়ে বানাচ্ছেন 'এইসব' জিনিস, চাহিদা বাড়তেই আসছে অঢেল টাকা

Last Updated:

নামমাত্র টাকাতেই আপনিও এই ব্যবসায় সাবলম্বী হতে পারেন। দুর্গাপুর শিল্পাঞ্চলে এমন অনেক গৃহবধূ ইতিমধ্যেই এই ব্যবসায় স্বনির্ভর হয়ে উঠেছেন।

+
দুর্গাপুরের

দুর্গাপুরের গৃহবধূর বিজনেস আইডিয়া

দুর্গাপুর, দীপিকা সরকার: সোনা-রুপোর গয়নার আকাশছোঁয়া মূল্য বৃদ্ধি। পাশাপাশি মূল্যবান ধাতুর গয়না পরে বাড়ির বাইরে বেরোলেও বিপদের আশঙ্কা, আর বাড়িতে রাখাও আতঙ্কের। তাই বর্তমান ফ্যাশনের যুগে শাড়ি সহ সেলোয়ার-কামিজ ও নানা বুটিকের পোশাকের সঙ্গে মানানসই টেরাকোটা, অক্সিডাইজড ও জিঙ্ক জুয়েলারি ব্যবহারে সাচ্ছন্দ্য বোধ করছেন অনেকেই। ওই সমস্ত হ্যান্ডমেড অলঙ্কার বাজারে বহু বছর আগেই এসেছিল। কিন্তু তার বিপুল চাহিদা বর্তমানে শহর থেকে গ্রামেগঞ্জে পৌঁছে গিয়েছে৷ নানা কারণে এই সমস্ত অলঙ্কারের কদর বাড়ায় বহু মানুষের রুটিরুজির জায়গায় হয়েছে। বিশেষ করে যুবতী থেকে গৃহবধূরা সামান্য টাকা হাতে নিয়েই ওই সমস্ত অলঙ্কার নিজের হাতে তৈরি করে ভাল আয় করছেন। বর্তমান অনলাইনের যুগে একপ্রকার রোজগারের দিশা দেখাচ্ছে হাতে গড়া গয়নার এই ব্যবসা।
নামমাত্র টাকাতেই আপনিও এই ব্যবসায় সাবলম্বী হতে পারেন। দুর্গাপুর শিল্পাঞ্চলে এমন অনেক গৃহবধূ ইতিমধ্যেই এই ব্যবসায় স্বনির্ভর হয়ে উঠেছেন। তবে দুর্গাপুরের সুকুমার নগরের গৃহিণী লক্ষ্মী রাণী লোধ যেন এই সফলতার দিকে আরও এক ধাপ এগিয়ে গিয়েছেন। তিনি এই ব্যবসায় নিজে যেমন স্বনির্ভর হয়েছেন, তেমনই তিনি আরও পাঁচ জন যুবতীকে এই কাজ যুক্ত করে তাঁদেরও রোজগারের ব্যবস্থা করছেন।
advertisement
advertisement
উল্লেখ্য, লক্ষ্মী দেবীর স্বামী ভিন জেলায় একটি বেসরকারি সংস্থায় কর্মরত কর্মরত।একমাত্র মেয়েও সারাদিন পড়াশোনা নিয়ে ব্যস্ত। তাই নিজের অবসর সময় কাটাতেই তিনি প্রথম হ্যান্ডমেড জুয়েলারি তৈরি করতে শুরু করেন। এরপর ধীরে ধীরে বিভিন্ন হস্তশিল্প মেলা, প্রদর্শনী ইত্যাদিতে নিজের তৈরি গয়নার পসরা নিয়ে যোগ দিতে শুরু করেন। এইভাবে প্রায় ১০ বছর ধরে এই অলঙ্কারের ব্যবসা করে অর্থ উপার্জন করছেন পশ্চিম বর্ধমানের লক্ষ্মী দেবী। বর্তমানে তাঁর ব্যবসা প্রতিষ্ঠান বড় আকার নেওয়ায় তিনি আরও পাঁচ জন মহিলাকে কাজে লাগিয়ে ওই সমস্ত অলঙ্কার তৈরি করছেন। তাঁরাও নিজেদের অবসর সময়কে কাজে লাগিয়ে বাড়তি আয় করতে পারছেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সেই সমস্ত অলঙ্কার তিনি সরকারি সহ বিভিন্ন মেলার স্টলে নিয়ে এসে হাজির হলেই ক্রেতাদের বিশেষ ভাবে দৃষ্টি আকর্ষণ করে। লক্ষ্মী দেবীর কন্যা রবীন্দ্রভারতী থেকে নৃত্য নিয়ে পড়াশোনা করেছেন। তবে বর্তমানে এমবিএ করে ব্যাঙ্কিং সেক্টরে কর্মরত। আগামীদিনে এই জুয়েলারির ব্যবসা আরও প্রচারিত করার পরিকল্পনা নিয়েছেন লক্ষ্মী দেবী।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Business Idea: দুর্গাপুরের গৃহবধূর তাক লাগানো বিজনেস আইডিয়া! অবসর সময়ে বানাচ্ছেন 'এইসব' জিনিস, চাহিদা বাড়তেই আসছে অঢেল টাকা
Next Article
advertisement
Jemimah Rodrigues: ‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি, স্বপ্নের মতো মনে হচ্ছে...!’ ফাইনালে উঠে আবেগ্রপ্রবণ জেমাইমা
‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি, স্বপ্নের মতো মনে হচ্ছে...!’: জেমাইমা
  • ‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি’

  • স্বপ্নের মতো মনে হচ্ছে...

  • অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠার পর আবেগপ্রবণ জেমাইমা

VIEW MORE
advertisement
advertisement