• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • পোশাক খুলে নিল স্কুল কর্তৃপক্ষ, নগ্ন অবস্থাতেই করতে হল স্কুল! কারণ...

পোশাক খুলে নিল স্কুল কর্তৃপক্ষ, নগ্ন অবস্থাতেই করতে হল স্কুল! কারণ...

Representative Image

Representative Image

 • Share this:

  #বোলপুরে: বোলপুরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের বেশকিছু জন ছাত্রছাত্রীদের পোশাক খুলে নেওয়ার অভিযোগ স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। জানা গিয়েছে গতকাল ভুল পোষাক পরে আসার জন্য পড়ুয়াদের পোশাক খুলে নেওয়া হয়। সারাদিন অনেক পড়ুয়াদের বিনা পোশাক পরে ক্লাস করে। বিশেষ করে ছাত্রীদের লেগিংস খুলে নেওয়া হয়। অনেকে অন্তর্বাস না পরে আসায় তারা নগ্ন অবস্থাতেই ক্লাস করতে থাকেন বলে অভিযোগ অভিভাবকদের।

  আরও পড়ুনবাড়িতে ফেলা হয়েছিল কার্তিক, নেমন্তন্ন করতে গিয়ে বিষ দিয়ে মারা হল যুবককে

  গতকালই পড়ুয়াদের অভিভাবকরা শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ করেন। মঙ্গলবার সকাল থেকে ফের স্কুলে এসে অভিভাবকরা বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের চাপে পরে স্কুল কর্তৃপক্ষ তাদের ভুল স্বীকার করে নিয়ে ক্ষমা চেয়ে নেন। তবে তারপরও অভিভাবকরা দীর্ঘক্ষন স্কুলের বাইরে বিক্ষোভ দেখান।

  First published: