বিকলাঙ্গ শিশুর জন্মানো আটকাতে, বর্ধমান মেডিক্যালে গর্ভাবস্থায় শিশুর বিশেষ রোগ নির্ণয়ের উন্নত চিকিৎসা চালুর উদ্যোগ

Last Updated:

বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে এই পরিকাঠামো গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

 Bardhaman Hospital
Bardhaman Hospital
#বর্ধমান: গর্ভাবস্থায় শিশুর শারীরিক কোনও প্রতিবন্ধকতা আছে কিনা তা নির্ণয় করা গেলে তখন থেকেই তার চিকিৎসা শুরু করা সম্ভব। শুধু তাই নয়,এর ফলে শারীরিক প্রতিবন্ধী শিশুর জন্ম হার কমানো সম্ভব হয়।বেসরকারি ক্ষেত্রে এই বিশেষ চিকিৎসা পরিষেবা রয়েছে। তবে তা অনেক ব্যয় সাপেক্ষ। এবার বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে সেই উন্নত চিকিৎসা পরিষেবা চালু করার উদ্যোগ নেওয়া হল।
শারীরিক প্রতিবন্ধী শিশুর জন্ম রোধ করতে উন্নত চিকিৎসা পরিষেবা চালু করবে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল। হাসপাতালের রোগী কল্যাণ সমিতির বৈঠকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হল। বৈঠকে ছিলেন রাজ্যের মন্ত্রী তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান স্বপন দেবনাথ।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শিশুর শারীরিক কোনও ত্রুটি রয়েছে কিনা বা বংশগত কোনও রোগে শিশু আক্রান্ত কিনা তা গর্ভাবস্থায় নির্ণয় করা যাবে বিশেষ চিকিৎসা পদ্ধতিতে। এর ফলে বিকলাঙ্গ শিশুর জন্ম প্রতিরোধ করা বা রোগের চিকিৎসা করা সম্ভব হবে। পূর্ব ভারতের কোনও সরকারি হাসপাতালে প্রথম এই পরিষেবা চালু হতে চলেছে। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে এই পদ্ধতি চালু হলে অসংখ্য মানুষ উপকৃত হবেন বলে মনে করছেন অনেকে।
advertisement
advertisement
বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, গর্ভাবস্থায় শিশুর জন্মগত শারীরিক ত্রুটি বা গ্রস কনজেনিটাল এনমেলি সঠিকভাবে নির্ণয় করা সম্ভব। এছাড়া কার্ডিয়াক এনমেলি বা বংশগত রোগ  রয়েছে কিনা তা এই পদ্ধতিতে নির্ণয় করা যায়। বেসরকারি সংস্থায় এই পরীক্ষা করাতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়।
advertisement
বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে এই পরিকাঠামো গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার তাপস ঘোষ জানান,অপাপাত গর্ভাবস্থায় শিশুর রোগ নির্ণয় করার জন্য প্রয়োজনীয় চিকিৎসা পরিকাঠামো গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। রোগী কল্যাণ সমিতির বৈঠকে এই প্রস্তাব গৃহীত হয়েছে। স্বাস্থ্যভবনে প্রস্তাব পাঠানো হবে। এই চিকিৎসা চালু হলে পরবর্তীকালে ফেটাল মেডিসিন পদ্ধতিতে গর্ভাবস্থায় শিশুর চিকিৎসার পদ্ধতি চালু করাও সম্ভব হবে।
advertisement
মন্ত্রী স্বপন দেবনাথ জানান, ‘‘বর্ধমান হাসপাতালে সম্প্রতি 'মা' ক্যান্টিন চালু করা হয়েছে । রোগী কল্যাণ সমিতির বৈঠকে মা ক্যান্টিন চালুর বিষয়ে আগেই সিদ্ধান্ত হয়েছিল। তা বাস্তবায়িত করা হয়েছে। এদিনের বৈঠকে হাসপাতালে ফেটাল মেডিসিন পদ্ধতি চালু করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শারীরিক প্রতিবন্ধী শিশুর জন্ম কমানোর জন্য এই চিকিৎসা পদ্ধতি অত্যন্ত প্রয়োজনীয়। এই চিকিৎসা পদ্ধতি চালু করার জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ ও পরিকাঠামার বিষয়ে প্রস্তাব পাঠানো হবে।’’
advertisement
এছাড়া রোগী কল্যাণ সমিতির বৈঠকে হাসপাতালের ভিতরের রাস্তা মেরামত করা, ঢাকা দেওয়া শববাহী গাড়ির ব্যবহার, হাসপাতালের ভেতরে থাকা পুকুরের পাড় সংস্কার করে সৌন্দর্য্যায়নের কাজ শুরু করার বিষয়ে আলোচনা হয়।
Saradindu Ghosh
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বিকলাঙ্গ শিশুর জন্মানো আটকাতে, বর্ধমান মেডিক্যালে গর্ভাবস্থায় শিশুর বিশেষ রোগ নির্ণয়ের উন্নত চিকিৎসা চালুর উদ্যোগ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement