Healthy Lifestyle Tips: দেদার মিলনেই যৌনরোগ ছড়ায় এমন নয়, এই ৬ পদ্ধতিতেও ছড়ায় রোগ
- Published by:Debalina Datta
Last Updated:
বিপদ যে নেই, তা নয়! সঙ্গম ছাড়াও সংক্রমণের সম্ভাবনা; এই ছয় উপায়ে ছড়াতে পারে যৌন রোগ!
advertisement
advertisement
২. ওরাল সেক্স ওরাল সেক্স সব সময়ই সংক্রমণের ঝুঁকি বহন করে। অনিরাপদ হওয়া সত্ত্বেও এটি আজকাল যৌনতার অন্যতম সাধারণ রূপ। তাই সতর্ক থাকতে হবে। ক্ল্যামেডিয়া এবং গনোরিয়া ওরাল সেক্সের মাধ্যমে ছড়ায়। এটি সিফিলিস এবং যৌনাঙ্গে হার্পিসের ঝুঁকি তৈরি করে। যদি যৌনাঙ্গে একটি ফোস্কা বা ঘা থাকে তবে সঙ্গে সঙ্গে চিকিৎসা করানো দরকার।
advertisement
advertisement
advertisement
advertisement
৬. একই সেক্স টয় ব্যবহার বর্তমানে সেক্স টয়ের ব্যবহার খুবই বেড়েছে। সে ক্ষেত্রেও একই সেক্স টয় একাধিক মানুষ ব্যবহার করলে বা অন্য কার সেক্স টয় ব্যবহার করলে এসটিডি সংক্রমণ ঘটতে পারে। শুধু তাই নয়, যথেষ্ট পরিচ্ছন্নতাও প্রয়োজন। একক ক্ষেত্রেও প্রতিটি ব্যবহারের পর তা পরিষ্কার করে তুলে রাখতে হবে। না হলে সেখান থেকেও সংক্রমণ ছড়াতে পারে।
advertisement