অবৈধ হকার তুলতে নির্দেশ মেয়রের,তবুও যুগ বদলালেও একই ভাবে বাঙালির মনের কাছে হাতিবাগান ও গড়িয়াহাট

Last Updated:

রবিবার সন্ধ্যায় হাতিবাগান হকার্স মার্কেটে দেখা গেল ফুটপাথ এবং রাস্তায় অবৈধভাবে বসা হকারদের দখলমুক্ত করতে পুলিশি অভিযান।

Hawkers of Hatibagan and Gariahat are still very beloved to their customers
Hawkers of Hatibagan and Gariahat are still very beloved to their customers
#কলকাতা: যুগ বদলেছে। তবে একই ভাবে বাঙালির মনের কাছে হাতিবাগান কিংবা গড়িয়াহাট মার্কেট। এখনও এখানকার ফুটপাতে সাজানো পসরা মনে ধরে বাঙালির। শুধু পকেটটা ভর্তি থাকতে হবে। মলের সঙ্গে যে এখন আর দামের বেশি তফাত নেই। বলছেন ক্রেতারাই।  তখনও কলকাতা মল কালচারে অভ্যস্ত হয়নি। তখনও ঝাঁ চকচকে বিপণীর এলইডির ঝলকানি দেখেনি তিলোত্তমা। ছাপোষা বাঙালির পকেটের নাগালে ছিল ফুটপাতের সাজানো পসরা। বাঙালি একছুটে গড়িয়াহাট কিংবা হাতিবাগানে। যুগ পেরোলেও এইসব মার্কেটের জনপ্রিয়তা এবং জিনিসপত্রের কালেকশন আজও অনন্য।
বাঙালির বারো মাসের তেরো পার্বনে সব সময়ের সঙ্গী। এই যেমন হাতিবাগান মার্কেট। ১৫০ বছরেরও বেশি পুরোনো বাজার আজও বাঙালির মন টানে। কিন্তু পকেট? ক্রেতাদের অনেকেরই দাবি, এখন আর মোটেই সস্তা নয় ফুটপাতের জিনিস। মলের সঙ্গে এই সব মার্কেটের দামে খুব একটা ফারাক নেই। কিন্তু কেন এই অবস্থা। শুধুই যুগের বদল নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?
advertisement
advertisement
গড়িয়াহাটে কানপাতলে শোনা যায়, এখানে হকারি করতে হলেও পকেটের জোর লাগে।  সূত্রের খবর, গড়িয়াহাট মার্কেটে ফুটপাথে ১ ফুট জায়গার দাম ১ লক্ষ টাকা। নতুন দোকান খুলতে ১ ফুটের জন্য 'তোলা' দিতে হয় ১ লক্ষ টাকা। জায়গা পাঁচ ফুট হলে তোলা দিতে হবে ৫ লক্ষ টাকা। এই টাকা এককালীন। সঙ্গে রয়েছে দৈনিক 'তোলা'।দোকান হস্তান্তরের ক্ষেত্রে ১০ থেকে ২০ লক্ষ টাকা পর্যন্ত তোলা দিতে হয় । কারা নেয় এই তোলা?সূত্রের খবর, টাকা দিতে হয় পুলিশ একাংশ ও হকার ইউনিয়নের নেতাদের।
advertisement
অভিযোগ, টাকার বিনিময়ে পুলিশের একটা অংশের মদতে যথেচ্ছভাবে হকার বসাচ্ছেন ইউনিয়নের নেতারা। সম্প্রতি এইরকমই বিস্ফোরক অভিযোগ করেছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। হাতিবাগান বাজারের ক্ষেত্রেও যে অসাধুচক্র সক্রিয়, তা এখানকার ব্যবসায়ীদের একাংশের কথাতেই স্পষ্ট। যদিও মেয়র ফিরহাদ হাকিমের তরফে  পুলিশকে নির্দেশ দেওয়ার পর রবিবার সন্ধ্যায় হাতিবাগান হকার্স মার্কেটে দেখা গেল ফুটপাথ এবং রাস্তায় অবৈধভাবে বসা হকারদের দখলমুক্ত করতে পুলিশি অভিযান।
advertisement
Venkateswar Lahiri
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
অবৈধ হকার তুলতে নির্দেশ মেয়রের,তবুও যুগ বদলালেও একই ভাবে বাঙালির মনের কাছে হাতিবাগান ও গড়িয়াহাট
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement