Egg Recipes: একঘেয়ে ডিম সেদ্ধ, ওমলেট রোজ সকালে, ট্রাই করুন জিভে জল আনা এগ ধোসা

Last Updated:

জিভে জল আনা চাটনি সহযোগে গরম-গরম এগ ধোসা পাতে পড়লে আঙুল চাটতে বাধ্য

tasty egg dosa recipe
tasty egg dosa recipe
#কলকাতা: দক্ষিণী খাবার ইডলি-ধোসা বোধহয় সকলেই পছন্দ করেন। অনেকেই ব্রেকফাস্ট কিংবা সন্ধের জলখাবারে এই খাবার খেয়ে থাকেন। যেমন স্বাস্থ্যকর, তেমন সুস্বাদুও বটে। তবে যে ধোসা আমরা খাই, সেটা সাধারণত নিরামিষই হয়। অবশ্য কেরল আর তামিলনাড়ুর মতো দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে এগ ধোসা বা ডিম দিয়ে তৈরি ধোসা খাওয়ার চল রয়েছে। আসলে এটা ওখানকার জনপ্রিয় স্ট্রিট ফুডের মধ্যে অন্যতম। বানানোর পদ্ধতিও অত্যন্ত সহজ এবং তেমন সময়ও লাগে না। জলখাবারে পরিবেশন করলে আঙুল চাটতে বাধ্য হবেন সকলে। তাহলে সময় নষ্ট না-করে দেখে নেওয়া যাক, এই এগ ধোসা তৈরির রেসিপি।
উপকরণ:
ইডলি-ধোসার ব্যাটার। এটা বাড়িতেও বানানো যায়। আবার কোনও দোকান বা ডিপার্টমেন্টাল স্টেশনের রেফ্রিজারেটর সেকশন থেকেও কিনে নেওয়া যেতে পারে।
advertisement
ডিম
ভেজিটেবল অয়েল অথবা ঘি
advertisement
স্বাদ মতো গান পাউডার (এটা ধোসায় নানা ধরনের ফ্লেভার যোগ করে)
২ টেবিল-চামচ কুচোনো পিঁয়াজ
১ টেবিল-চামচ কুচোনো কাঁচা লঙ্কা
১ টেবিল-চামচ কুচোনো ধনে পাতা
স্বাদ মতো লবণ
advertisement
প্রণালী:
প্রথমে পিঁয়াজ, কাঁচা লঙ্কা এবং ধনে পাতা কুচিয়ে নিতে হবে।
এ-বার একটা নন-স্টিক প্যান বা ধোসা তাওয়া ভাল করে গরম করে নিতে হবে।
এর পর আঁচ কমিয়ে ওই প্যানে অল্প করে জল ছিটিয়ে নিতে হবে। জলের ফোঁটাগুলো ফুটতে শুরু করলে তা একটা পরিষ্কার কিচেন টাওয়েল দিয়ে মুছে নিতে হবে।
advertisement
এ-বার প্যানের ঠিক মাঝবরাবর দু হাতা ইডলি-ধোসা ব্যাটার (২-৩ টেবিল চামচ) ঢেলে নিয়ে তা সুন্দর করে ছড়িয়ে দিতে হবে।
এ-বার আঁচ অল্প বাড়িয়ে দিতে হবে। তার পরে ধোসার চারপাশে এবং উপরে ১ থেকে ২ টেবিল-চামচ তেল ছিটিয়ে নিতে হবে।
একটা ডিম ভেঙে ধোসার ঠিক মাঝবরাবর দিতে হবে। একটা চামচের সাহায্যে ডিমের কুসুমটাকে ভেঙে ডিমটা ধোসার সব দিকে ভাল করে ছড়িয়ে নিতে হবে।
advertisement
এ-বার ২ টেবিল-চামচ কুচোনো পিঁয়াজ, ১ টেবিল-চামচ কুচোনো লঙ্কা এবং ১ টেবিল-চামচ কুচিয়ে রাখা ধনে পাতা উপর দিয়ে ছড়িয়ে নিতে হবে। একটা খুন্তি দিয়ে ধীরে ধীরে চেপে চেপে সেঁকে নিতে হবে।
এর পর উপর থেকে স্বাদ মতো লবণ এবং গান পাউডার ছড়িয়ে দিতে হবে।
ধোসায় বাদামি রঙ ধরলে খুন্তি দিয়ে সেটাকে উল্টে দিতে হবে। অন্য দিকটাও আঁচে সেঁকে নিতে হবে।
advertisement
এর পর আবার এক বার ঘুরিয়ে মাঝখান থেকে মুড়ে ভাঁজ করে প্লেটে তুলে নিয়ে যে-কোনও চাটনির সঙ্গে গরম-গরম পরিবেশন করতে হবে।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Egg Recipes: একঘেয়ে ডিম সেদ্ধ, ওমলেট রোজ সকালে, ট্রাই করুন জিভে জল আনা এগ ধোসা
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement