BRA -র পুরো শব্দ কী? বাংলাতেই বা ব্রাকে কী বলে উত্তর খোঁজেন ৮০ শতাংশ মানুষ, আপনি জানেন তো

Last Updated:
তবে ব্রা আসলে একটি ফরাসি শব্দ Brassiere (brassière) থেকে উদ্ভূত হয়েছে বলে এক সোশ্যালমিডিয়া ব্যবহারকারী জানিয়েছেন৷ 
1/6
#কলকাতা: মানুষের জানার কোনও শেষ নেই৷ অনেক কিছু জানলেও অনেক সময়েই এরকম হয় যে রোজকার ব্যবহারের নানা জিনিস সম্পর্কে পরিষ্কার ধারণা থাকে না৷  এই অবস্থায় মানুষ নিজের মত করে শব্দ বা তার অর্থ বুঝে নেয়৷ কিন্তু এখন নেটদুনিয়ায় সকলের স্বচ্ছন্দ যাতায়াতের ফলে অনেকেই অনেক কিছু সরাসরি অন্তর্জালেই খোঁজেন৷ এমনই একটি বহু খোঁজা শব্দ হল bra বা ব্রা৷
#কলকাতা: মানুষের জানার কোনও শেষ নেই৷ অনেক কিছু জানলেও অনেক সময়েই এরকম হয় যে রোজকার ব্যবহারের নানা জিনিস সম্পর্কে পরিষ্কার ধারণা থাকে না৷  এই অবস্থায় মানুষ নিজের মত করে শব্দ বা তার অর্থ বুঝে নেয়৷ কিন্তু এখন নেটদুনিয়ায় সকলের স্বচ্ছন্দ যাতায়াতের ফলে অনেকেই অনেক কিছু সরাসরি অন্তর্জালেই খোঁজেন৷ এমনই একটি বহু খোঁজা শব্দ হল bra বা ব্রা৷
advertisement
2/6
অনেকেই এই শব্দের পুরো মানেটা জানতে চান আবার অনেকেই জানতে চান ব্রা -কে বাংলায় কী বলা হয়৷
অনেকেই এই শব্দের পুরো মানেটা জানতে চান আবার অনেকেই জানতে চান ব্রা -কে বাংলায় কী বলা হয়৷
advertisement
3/6
ব্রা এর পুরো নাম কি? এই দুটি প্রশ্নের উত্তর অনেকেই দিয়েছেন। তার মধ্যে কিছু ভুলভ্রান্তিও আছে আবার কিছু মানুষ সঠিকভাবেই বিশ্লেষণ করেছেন৷ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ব্রা -র পুরো শব্দ হিসেবে ব্রেস্ট রেস্ট অ্যারেঞ্জমেন্ট বলেছেন৷ আবার কেউ বলেছেন ব্রেস্ট রেস্টিং এরিয়া৷
ব্রা এর পুরো নাম কি? এই দুটি প্রশ্নের উত্তর অনেকেই দিয়েছেন। তার মধ্যে কিছু ভুলভ্রান্তিও আছে আবার কিছু মানুষ সঠিকভাবেই বিশ্লেষণ করেছেন৷ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ব্রা -র পুরো শব্দ হিসেবে ব্রেস্ট রেস্ট অ্যারেঞ্জমেন্ট বলেছেন৷ আবার কেউ বলেছেন ব্রেস্ট রেস্টিং এরিয়া৷
advertisement
4/6
তবে ব্রা আসলে একটি ফরাসি শব্দ Brassiere (brassière) থেকে উদ্ভূত হয়েছে বলে এক সোশ্যালমিডিয়া ব্যবহারকারী জানিয়েছেন৷  এটি ১৮৯৩ সালে নিউইয়র্কের ইভনিং হেরাল্ড সংবাদপত্রে ব্যবহৃত হয়েছিল। এটি ১৯০৪  সালে বহুল প্রচলিত ও জনপ্রিয় হয়ে ওঠে৷  যখন DeBevoise কোম্পানি এটিকে বিজ্ঞাপনে ব্যবহার করেছিল।
তবে ব্রা আসলে একটি ফরাসি শব্দ Brassiere (brassière) থেকে উদ্ভূত হয়েছে বলে এক সোশ্যালমিডিয়া ব্যবহারকারী জানিয়েছেন৷  এটি ১৮৯৩ সালে নিউইয়র্কের ইভনিং হেরাল্ড সংবাদপত্রে ব্যবহৃত হয়েছিল। এটি ১৯০৪  সালে বহুল প্রচলিত ও জনপ্রিয় হয়ে ওঠে৷  যখন DeBevoise কোম্পানি এটিকে বিজ্ঞাপনে ব্যবহার করেছিল।
advertisement
5/6
এর পরে, ১৯০৭  সালে, ভোগ ম্যাগাজিন প্রথমবার 'ব্রেসিয়ার' শব্দটি ছাপায় এবং তারপর থেকে এই শব্দটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। কয়েক বছর পর এটি অক্সফোর্ড ইংরেজি অভিধানেও জায়গা করে নেয় এই শব্দ৷
এর পরে, ১৯০৭  সালে, ভোগ ম্যাগাজিন প্রথমবার 'ব্রেসিয়ার' শব্দটি ছাপায় এবং তারপর থেকে এই শব্দটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। কয়েক বছর পর এটি অক্সফোর্ড ইংরেজি অভিধানেও জায়গা করে নেয় এই শব্দ৷
advertisement
6/6
এই ব্রা - শব্দের বাংলা কী এই প্রশ্নের উত্তরে ব্যবহৃত বহুল প্রচলিত শব্দটি হল অন্তর্বাস৷ তবে আরও সঠিকভাবে বলতে গেলে একে বক্ষবন্ধনীও বলা হয়ে থাকে৷
এই ব্রা - শব্দের বাংলা কী এই প্রশ্নের উত্তরে ব্যবহৃত বহুল প্রচলিত শব্দটি হল অন্তর্বাস৷ তবে আরও সঠিকভাবে বলতে গেলে একে বক্ষবন্ধনীও বলা হয়ে থাকে৷
advertisement
advertisement
advertisement